BRAKING NEWS

খোয়াইয়ে বিদ্যুৎ নিগমের অফিসে ঘুঘুর বাসা, কর্ম সংসৃকতি লাটে, দুর্ভোগে গ্রাহকরা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১০ এপ্রিল৷৷ ত্রিপুরা রাজ্য যেখানে ভূমিকম্প প্রবন জোনের মধ্যে ৫ নম্বরে অবস্থান করছে, সেখানে খোয়াই বিদ্যুৎ নিগম কার্য্যালয় রবিবার সকাল থেকে দুপুর অবধি কর্মীবিহীন অবস্থায় রইল৷ যদি ঐ সময় খোয়াইতেই ভূমিকম্পের কম্পন অনুভূত হত এবং চারদিকে ক্ষয়ক্ষতি হতো তবে বিদ্যুৎ নিগমের কি কি দায়িত্ব থাকতো DSCN7337তাতে আশা করা যায় নতুন করে বলার কিছুই নেই৷ ইতিমধ্যে বহুবার প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা শিবির খোয়াইতে অনুষ্ঠিত হয়েছে৷ মহড়াও হয়েছে বহুবার৷ কিন্তু আজ যদি কোথাও বিদ্যুৎ পরিবাহী তারে আগুন ধরত, কেউ বিদ্যুৎপৃষ্ঠ অবস্থায় থাকতেন তবে রবিবার দিনটি তাদের জন্য মহাকাল হয়েই উঠত৷ যদিও রবিবার বিকেলের দিকে দেড় মিনিট যাবত ভূকম্পন অনুভূত হয়েছে উত্তর ভারতের বিভিন্ন স্থানে৷ কিন্তু যদি এই ঘটনা সকাল থেকে দুপুরের মধ্যে ত্রিপুরায় ঘটতো তবে কি হতো? জনমনে এই প্রশ্ণের মধ্যেই তীব্র ক্ষোভের সঞ্চার হয় রবিবার৷
এমনিনেই খোয়াই বিদ্যুৎ দপ্তরে চলছে অরাজকতা৷ যেমন খুশি ছেলে-খেলার মত৷ না আছে কোন পরিকল্পনা, না কর্মসংষৃকতি৷ চলছে দিনের পর কর্মে ফাঁকি৷ রবিবার সকাল থেকে বিদ্যুৎ দপ্তরের ফোনটা কেবলই বেজে যাচ্ছিল৷ কিন্তু ফোন কলটি রিসিভ করার জন্য কেউ এগিয়ে বাধ্য হয়েই একসময় জনগন কেউ বাইকে, কেউ সাইকেলে বা কেউ কেউ অটো দিয়ে খোয়াই বিদ্যুৎ নিগমের অফিসে এসে পৌছান৷ অফিসে এসে সকলেরই আক্কেল গুড়ুম৷ অধিকাংশ কক্ষেই তালা ঝুলছে৷ বাদ বাকি যেগুলি খোলা ছিল সেগুলিতে লাইট, ফেন এবং ফোনটা অনবরত চলেই যাচ্ছে৷ কিন্তু অফিসে নেই একজন লোকও৷
অথচ জনগন অভিযোগ করে বলেছেন, কোন কোন এলাকায় দীর্ঘদিন যাবত নেই বিদ্যুতের দেখা৷ এই অভিযোগ অফিসে জানানোর জন্য ফোন করা হলেও নেই ফোনকল রিসিভ করার কেউ৷ অফিসে এলে দেখা মিলছে না কর্মীদের৷ পুরো অফিসটাই ফাঁকা৷ ঘন্টার পর ঘন্টা জনগন অপেক্ষা করলেন কিন্তু রবিবার সকাল থেকে দুপুর মিলল না কারোরই দেখা৷ জনগন বলছেন এক শ্রেনীর সরকারী কর্মীরা ইচ্ছে করেই কাজে ফাঁকি দিয়ে বিদ্যুৎ দপ্তরের জন্য বদনাম কুড়াতে ব্যস্ত৷ অথচ স্পর্শকাতর দপ্তরগুলির মধ্যে বিদ্যুৎ দপ্তর একটি৷ যদি কোনও বিপদ হয়, শর্ট সার্কিট হয়ে আগুন লাগে, বিদ্যুৎ পরিবাহী তারই ছিড়ে পড়ল, কিন্তু এতসব আশঙ্কার মধ্যেই খোয়াই বিদ্যুৎ নিগমের অফিস কার্য্যলয় জনশূণ্য৷ কর্মীবিহীন দপ্তর থেকেই একসময় জনগন একে একে বাড়ী ফিরে গেলেন৷ কাহিনীটা যুক্ত হয়ে রইল খোয়াই বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার ডাইরিতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *