নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ দশমীঘাট মহাবীর ক্লাব সংলগ্ণ এলাকায় হাওড়া নদী থেকে আজ এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ পথচারীরা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধাার করেছে৷ মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে ভদ্র সমাজে পাপের বোঝা হিসেবে জন্ম নিয়েছিল শিশুটি৷ নিজেদের অপরাধ আড়াল করতেই শিশুটিকে হাওড়ার জলে ফেলে দেওয়া হয়েছে বলে আশঙ্কা৷
বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া ফরেস্ট এলাকার রাবার বাগানে ফাঁসিতে আত্মহত্যা করেছে এক যুবক৷ তার পরিচয় মিলেনি৷ শ্রমিকরা শুক্রবার সকালে রাবার বাগানে কাজ করতে গিয়ে ঝুলন্ত মৃতদেহটি দেখতে পায়৷ বিষয়টি বিশালগড় থানার পুলিশকে জানানো হয়৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছে৷
2016-04-09

