BRAKING NEWS

প্যাডেল রিক্সায় মোটর লাগানো সম্পূর্ণ বেআইনী ঃ পরিবহন মন্ত্রী

MANIK DEY TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ প্যাডেল রিক্সায় মোটর লাগানো সম্পূর্ণ বেআইনী স্বীকার করলেও কোন ব্যবস্থা নিতে পারছে না রাজ্য সরকার৷ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের প্রতিশ্রতি দিয়েছেন পরিবহন মন্ত্রী মানিক দে৷ বৃহস্পতিবার বিধানসভায় ২০১৬-১৭ অর্থ বাজেট প্রস্তাবের উপর বিরোধীদের আনা ছাটাই প্রস্তাবের বিরোধীতায় বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী অকপটে প্যাডেল রিক্সা বেআইনী স্বীকার করেন৷ অথচ যাত্রী সাধারণের নিরাপত্তার প্রশ্ণে প্যাডেল রিক্সায় মোটর লাগানো এবং চালানো বন্ধ করার ক্ষেত্রে কিছুটা সমস্যার মুখে পড়েছে রাজ্য সরকার৷ তাতে বিরোধীরা সমালোচনা করে বলেন, প্যাডেল রিক্সায় মোটর লাগানো বেআইনী  মানলেও নির্দিষ্ট স্বার্থে এগুলি বন্ধে উদ্যোগী হচ্ছে না রাজ্য সরকার৷ এবিষয়ে পরিবহন মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন চট করে প্যাডেল রিক্সায় মোটর লাগানো এবং ব্যবহার করা বন্ধ করা না গেলেও শীঘ্রই এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *