নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৭ এপ্রিল৷৷ আগরতলা দূরদর্শন কেন্দ্রে সংবাদ বিভাগে সংবাদ সংগ্রাহক বা সাংবাদিক নিয়োগে চরম দুর্নীতির অভিযোগ উঠেছে৷ তাতে, জেলাস্তরে সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ যোগ্য প্রার্থীদের সুযোগ না দিয়ে দূরদর্শন কেন্দ্রের বার্তা সম্পাদক রাজনৈতিক ছায়াবলে অপেক্ষাকৃত অযোগ্যদের সুযোগ পাইয়ে দেওয়ার কৌশল নিয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ আগরতলা দূরদর্শন কেন্দ্রে জেলাস্তরের সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রচার করা হয়৷ সে অনুযায়ী খোয়াই জেলা সহ সবকটি জেলা থেকেই প্রত্যাশীরা আবেদন পত্র জমা দেন৷ লক্ষণীয় বিষয় হল, আবেদনকারী অনেককেই দূরদর্শন কেন্দ্রে চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য ইন্টারভিউতে আমন্ত্রণও জানানো হয়নি৷ বর্তমান বার্তা সম্পাদক রাজনৈতিক শক্তিকে পঁুজি করে স্নেহধন্য কিছু লোকজনকে দূরদর্শন কেন্দ্রে জেলা পর্যায়ের সাংবাদিক পদে নিযুক্তি পত্র পাওয়ার যাবতীয় পদ প্রশস্ত করে ফেলেছেন৷ এর পেছনে নানা কারণ আত্মগোপন করে রয়েছে৷ কলঙ্কিত এই বার্তা সম্পাদক আকাশবাণী আগরতলাতেও একনাগাড়ে বহুদিন দায়িত্ব পালন করে গেছেন৷ তাকে অন্যত্র বদলি করা হয়েছিল৷ নানা কৌশলে তিনি আবার আগরতলা দূরদর্শন কেন্দ্রে বদলি হয়ে এসেছেন৷ এখানে এসেই তিনি রাজনৈতিক বাহুবলে রাজনীতির আখড়ায় পরিণত করেছেন৷ তাতে দূরদর্শন কেন্দ্রের মানোন্নয়ন নিয়ে স্বভাবতই প্রশ্ণ দেখা দিয়েছে৷ জেলাস্তরের সাংবাদিক নিয়োগ নিয়ে গোটা রাজ্য থেকেই নানা অভিযোগ মিলেছে৷ খোয়াই জেলার বরিষ্ঠ সাংবাদিকরা অভিযোগ করেছেন দূরদর্শন কেন্দ্র আগরতলার সংবাদ বিভাগের কয়েকজন কর্মকর্তা বহু বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে কেন্দ্রীয় সরকারের অর্থ দোহন করে চলেছেন৷ শাসক দলীয় নেতাদের স্নেহধন্য সেজে ঐ সমস্ত কর্মকর্তারা রীতিমত লুটপাট চালিয়ে যাচ্ছেন৷ আর এরই শিকার হচ্ছেন জেলাস্তরের যোগ্য প্রার্থীরা৷
খোয়াই জেলার বরিষ্ঠ সাংবাদিকদের একাংশের অভিযোগ দূরদর্শনের সংবাদ বিভাগে সাংবাদিক নিয়োগের বিজ্ঞাপন শুধু একটি নাটক মাত্র৷ বার্তা সম্পাদকের ইচ্ছেতেই জেলাস্তরে সাংবাদিক নিয়োগ করা হচ্ছে৷ এই নিয়োগের ক্ষেত্রে প্রকৃত যোগ্যতাকে অগ্রাহ্য করে বার্তা সম্পাদককে যারা খুশি করতে পেরেছেন অর্থাৎ বাজারের বড়বড় ইলিশ মাছ, খাসার চাল এবং মাঝে মধ্যে দুষ্পাপ্র্য হরিণের মাংসের যোগান দিয়েছেন তাদের ভাগ্যই সুপ্রসন্ন হতে চলেছে৷ খোয়াইয়ের এক সাংবাদিক দুমাস আগে থেকেই প্রচার করে চলেছেন তিনি নাকি খোয়াইতে দূরদর্শনের সাংবাদিক৷ তিনি একটি ক্যামেরাও ক্রয় করে দূর দর্শনের সাংবাদিক পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছেন৷ রদ্দিমার্কা ঐ সাংবাদিকের কর্মকান্ড ঘিরে অন্যান্য সাংবাদিকদের মধ্যে রীতিমত ক্ষোভের সঞ্চার হয়েছে৷ খোয়াইয়ের বরিষ্ঠ সাংবাদিকদের একাংশ স্পষ্টতই বলেছেন জেলাভিত্তিক সাংবাদিক নিয়োগ নিয়ম মেনে হচ্ছে না৷ পুরোটাই ইলিশ মাছ, খাসার চাল আর হরিণের মাংস প্রণামী প্রদানকারীদের ভাগ্যে জুটেছে৷ এই নিয়োগ নীতি নিয়ে শেষ পর্যন্ত দূর্নীতি হলে বঞ্চিতরা ছেড়ে দেবেন না বলেও হঁুশিয়ারি দিয়েছেন৷ প্রয়োজনে তারা আইনের আশ্রয় নেবেন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন৷ উল্লেখ্য, আগরতলা দূরদর্শন কেন্দ্রে সংবাদ প্রেরক নিয়োগ নিয়ে ঘোটালার অভিযোগ শুধু খোয়াই জেলা থেকেই নয় অন্যান্য জেলা থেকেও মিলেছে৷ স্বার্থান্বেষী গোষ্ঠীর এহেন কান্ড ঘিরে সংবাদ জগতেও রীতিমত গুঞ্জন শুরু হয়েছে৷ আগরতলা দূরদর্শন কেন্দ্রে জেলা পর্যায়ে চুক্তির ভিত্তিতে সাংবাদিক নিয়োগে স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ অন্যথায় আগরতলা দূরদর্শন কেন্দ্রের মান মর্যাদা কতিপয় স্বার্থান্বেষীদের কল্যাণে ধুলোয় গড়াগড়ি খাবে বলে মন্তব্য করেছেন অনেকেই৷ আগরতলা দূরদর্শন কেন্দ্রের হৃত গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে রাজনীতির আখড়া ভেঙ্গে উপযুক্ত প্রার্থীদের সংবাদ প্রেরক সহ অন্যান্য পদে নিয়োগ করাই বাঞ্চনীয় বলে প্রত্যাশীদের অভিমত৷
2016-04-08