ভারত মায়ের অপমান করলে হাজার জনের মুণ্ডচ্ছেদ করার ক্ষমতা রাখি ঃ বাবা রামদেব

baba ramdevচণ্ডীগ়ড, ৪ এপ্রিল (হি.স.) : ভারত মায়ের অপমান করলে একজনের নয় হাজার জনের মুণ্ডচ্ছেদ করার ক্ষমতা রাখি | এমনই মন্তব্য করে স্লোগান বিতর্কে জ়ডালেন যোগগুরু বাবা রামদেব | হরিয়ানায় রাষ্ট্রীয় স্বযয়সেবক সঙ্ঘের আয়োজিত সদভাবনা সম্মেলনে রামদেব বাবা বলেন, আমরা এই দেশের আইন-শৃঙ্খলাকে সম্মান করি নাহলে ভারত মায়ের অপমান করলে একজনের নয়, হাজার জনের মুণ্ডচ্ছেদ করার ক্ষমতা রাখি | তিনি আরও বলেন, ভারত মাতা কি জয় বলার অর্থ মাতৃভূমির প্রতি শ্রদ্ধা নিবেদন| ধর্মীয় বিশ্বাসের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই|
এদিকে, বাবা রামদেবের হুঁশিয়ারির পরই বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধীরা কংগ্রেস নেতা সঞ্জয় ঝাঁ টু্যইট করে বলেন, বাবা রামদেব আরএসএসের সম্মেলনে মাথা কাটার হুমকি দিয়েছেন সাধারণ মানুষকে ভয় দেখিয়েছেন তিনি এর পর নরেন্দ্র মোদী কী ব্যবস্থা নেন, তার অপেক্ষায় আছি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *