নিখোঁজ তিন সন্তানের বাবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ তিন সন্তানের বাবা গতকাল অর্থাৎ শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে নিখোঁজ হয়ে যায়৷
সারাদিন অনেক খোঁজাখঁুজির পর না পেয়ে শনিবার সকাল বেলা কমলাসাগর ফাঁড়ি থানায় নিখোঁজ ব্যক্তির বাবা ননীগোপাল শর্মা নিখোঁজ মামলা দায়ের করেন৷ এই নিয়ে কমলাসাগরের হরিহর দোলা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়৷ জানা যায় কোণাবন এলাকায় হরিহর দোলায় ননী গোপাল শর্মার ছেলে কাজল শর্মা শুক্রবার থেকে নিখোঁজ হয়ে যায়৷ জানা যায়, গত কয়েকদিন যাবৎ ঋণগ্রস্ত হয়ে মানসিক সমস্যায় ভুগছেন কাজল শর্মা৷ কারোর সাথে কোন কথা বলতে চায় না৷
সারাক্ষণ এক জায়গায় বসে থাকে৷ তার এক কন্যাও দুই ছেলে রয়েছে৷ তার নিখোঁজ হওয়াতে তার পরিবারের কর্তারা দুশ্চিন্তায় পরে৷ অভাবের সংসার কোন কিছু করতেই সাহস পাচ্ছেনা তার স্ত্রী ছেলেমেয়েদের নিয়ে৷ শেষ পর্যন্ত ফাঁড়ি থানায় শনিবার একটি নিখোঁজ মামলা দায়ের করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *