নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ে ট্রাফিক পুলিশের পদস্থ কর্মকর্তাদের নিয়ে শনিবার পুরনিগম ভবনে নিগম কর্তৃপক্ষের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে ট্রাফিক ব্যবস্থা নিয়েই আলোচনা হয়েছে বলে জানান, মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা৷
কলকাতায় উড়ালপুল বিপর্যয়ের পর ত্রিপুরাতেও নির্মিয়মান উড়ালপুর নিয়ে জনমনে আতঙ্ক বাড়ছে৷ প্রশাসনের কর্মকর্তারা ও দুশ্চিন্তার প্রহর গুনছেন৷ স্বস্তিতে নেই পুরনিগমের মেয়রসহ অন্যান্য কর্মকর্তারা পদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন পুরনিগমের মেয়র৷ কিন্তু মেয়র বিষয়টিকে অন্যদিকে ঘুরিয়ে দেবার কৌশল নেন৷ তিনি জানান, উড়ালপুল সংক্রান্ত বিষয়ে বৈঠকে কোন আলোচনা হয়নি৷ শহর এলাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে আগরতলা শহর এলাকায় ট্রাফিক ব্যবস্থা নিয়েই আলোচনা হয়েছে৷
আগরতলা পুর নিগমের মেয়র ঘটনার সত্যতা অস্বীকার করলো ও প্রকৃত পক্ষে উড়ালপুল নিয়েই যে আলোচনা হয়েছে৷ তবে, আগরতলা শহর এলাকায় ট্রাফিক ব্যবস্থার যে নড়চড়ে অবস্থা তা নিয়ে পর্যালোচনা খুবই জরুরী৷
2016-04-03