BRAKING NEWS

ত্রিপুরা বন্ধ সফল করার ডাক বীরজিতের

BIRJITনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ এপ্রিল৷৷ ত্রিপুরা বন্ধের সমর্থনে ব্যাপক প্রচারের ডাক দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা৷ দলের সমস্ত কর্মী সমর্থকদের একজোট হয়ে বন্ধ সফল করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি৷ এদিয়ে শুক্রবার বিকালে কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মহম্মদ বদরুজ্জমান, পিসিসি সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতা চূড়াচাঁদ শর্মা, রুনু মিয়া৷ সাংবাদিক সম্মেলনে বীরজিৎ সিনহা বলেন, ১৯৯৮ সালে তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী বিমল সিনহা কমলপুরের আভাঙ্গায় উগ্রবাদীদের গুলিতে মারা যাবার পর থেকে রাজ্যের কংগ্রেস দল সিবিআই তদন্তের দাবিতে বহুবার সোচ্চার হওয়ার পরও রাজ্যের বামফ্রন্ট সরকার সিবিআই তদন্ত না দিয়ে কমিশন গঠন করে পশ্চিমবঙ্গের অবসরপ্রাপ্ত বিচারপতি ইউসুফকে দিয়ে৷ কমিশন ছয় মাসের মধ্যেই সরকারের কাছে রিপোর্ট জমা দিলেও দীর্ঘ ১৬ বছর ধরে এই রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হয়নি৷ পরবর্তী সময়ে রাজ্য মহিলা কংগ্রেস নেত্রী হাইকোর্টে মামলা করার পর হাইকোর্টের রায় দানের পরে রাজ্য সরকার বাধ্য হয়ে রিপোর্ট প্রকাশ করে৷ অথচ বিমল সিনহা হত্যার মামলা চলাকালীন অভিযুক্ত কামিনী দেববর্মা, বিষ্ণু প্রসাদ জমাতিয়া এবং ধর্মচরণ জমাতিয়া এই তিনজকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনেকবার আদালতে দাবি করেছিল৷ এসবের ভিত্তিতে মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগের দাবিতে এবং সিবিআই তদন্তের দাবিতেও সুখরঞ্জন সিনহাকে গ্রেপ্তারের দাবিতে কংগ্রেস আগামী আঠার এপ্রিল চবিবশ ঘন্টার বনধ আহ্বান করেছে৷ সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে সিপিএম নেতা গৌতম দাশ কংগ্রেস দল এবং বীরজিৎ সিনহাকে নিয়ে যে মন্তব্য করেছে এর তীব্র নিন্দা জানিয়ে আজ বীরজিৎ সিনহা বলেন প্রয়াত জননেতা বৈদ্যনাথ মজুমদার এবং বিমল সিনহারাই উগ্রবাদীদের সঙ্গে জড়িত ছিলেন৷ তাছাড়া আমি ব্যক্তিগতভাবে বেআইনীভাবে অস্ত্র মামলায় আমি জড়িত হয়নি৷ আমরা কাছে যে অস্ত্র ছিল সেটা লাইসেন্স ধারী অস্ত্র৷ সেটা বেআইনী ছিল না৷ ওরা আমাকে নিয়ে যা বলছে সব মিথ্যা৷ উল্টো তাদের সরকারে উগ্রবাদী মন্ত্রী রয়েছে৷ এক সময়ে নিজে মানুষকে অপহরণ করে পাহাড়ি বাঙালির মধ্যে দাঙ্গা সৃষ্টি করত রাজ্যের বর্তমান ফিসারি মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া৷
এছাড়া আগামী আঠার এপ্রিল বনধকে সর্বাত্মক সফল করার জন্য বীরজিৎ রাজ্যবাপী প্রচার করবে৷ আগামী তিন এপ্রিল ঊনকোটি, ধলাই ও উত্তর জেলার ২৫০ জন নেতা নেত্রীদের নিয়ে কৈলাসহরে বৈঠক হবে আগামী নয় এপ্রিল উদয়পুরেও অন্যরূপ সভা অনুষ্ঠিত হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *