BRAKING NEWS

চিনির উপর সেস প্রত্যাহার ও ভর্তুকি চায় বামফ্রন্ট

left largeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ সম্প্রতি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার চিনির দাম বাড়িয়েছে৷ তার উপর কেজি প্রতি দুই টাকা করে অতিরিক্ত সেস বসানো হয়েছে৷ অথচ গণবন্টনে চিনির দাম কমানো দূরে থাক, গত বারের ভর্তুকির চাইতে এক পয়সাও বাড়ায়নি৷ খোলা বাজারে চিনির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে রাজ্যেও রেশনে চিনির দাম বৃদ্ধি অনিবার্য হয়৷ তার ফলে রাজ্যের গণবন্টন ব্যবস্থায় চিনির দাম স্বভাবতই বেড়েছে৷
আজ এক বিবৃতিতে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে সেস প্রত্যাহার ও ভর্তুকি বাড়ানোর দাবি জানিয়েছে৷ কেন্দ্রীয় বাজেটে সরকার দেশি বিদেশি বড়লোকদের স্বার্থরক্ষায় যে বিশাল পরিমাণ ভর্তুকির ব্যবস্থা করেছে, সে তুলনায় জনগণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর ভর্তুকি কমিয়ে বিশাল অঙ্কের পরোক্ষ কর বসানো হয়েছে৷ এর ফলে চিনি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম প্রতিনিয়ত বেড়েই চলেচে৷ কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে এবং চিনির উপর সেস প্রত্যাহার ও ভর্তুকি বাড়ানোর দাবিতে রাজ্যবাসীকে সোচ্চার হওয়ার জন্য বামফ্রন্ট কমিটি বিবৃতিতে আবেদন জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *