BRAKING NEWS

চিকিৎসায় গাফিলতির অভিযোগ, অল্পেতে রক্ষা সদ্যজাত শিশু ও জননীর

Healthনিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ১ এপ্রিল৷৷ চিকিৎসার গাফিলতি অনেক দিন থাকলেও তেমন গুরুতর অভিযোগ ছিলনা সোনামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের৷ এবার গুরুতর চিকিৎসার গাফিলতিতে কাঠগড়ায় সোনামুড়া স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে৷ অভিযোগ যে প্রসবকালীন গুরুতর গাফিলতি করলেন নব যুগের চিকিৎসক৷ দুইটি প্রানই অল্পেতে বেঁচে গেল৷ দু’জন গ্রাম্য মহিলার তৎপরতায় নব যুগের ফুটফুটে শিশুটির এ জগৎ দেখা হল৷ পারিবারিকভাবে লিখিত অভিযোগও করা হল জেলা মুখ্য চিকিৎসক অফিসারকে৷ এ গাফিলতিতে নিয়ে শোরগোল পরে গেল সোনামুড়ায়৷ আবারও চিকিৎসায় চরম গাফিলতি এমনকি যোগ্য নিরপেক্ষ তদন্ত শেষে তা শাস্তির দাবির উঠল সহ মহল থেকে৷
ঘটনাটি ঘটে সোনামুড়ার আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের আব্দুল ছাত্তারের স্ত্রী ফিরোজা বেগমের সাথে৷ জানাযায় ৩১ মার্চ মধ্যে প্রচন্ড প্রসব বেদনা নিয়ে সোনামুড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়৷ তখন চিকিৎসক ছিলেন ডাঃ শতাব্দী পাল৷ ফিরোজাকে মহিলা বিভাগেরই ভর্তি করে দায়িত্ব খালাস করেন কতর্ব্যরত চিকিৎসক ও তিন দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী৷ এরা হলেন স্টাফ নার্স রীনা দাস ও মফিন মিঞা৷ জি ডি রহিম দেববর্মা৷ চিকিৎসক কিছুক্ষণ পরেই ফিরোজাকে মেলাঘর হাসপাতালে স্থানান্তরিত করে দেয়৷ জানা যায় ফিরোজার প্রসব বেদনা এতই ছিল যে তাকে বেড থেকেও নামানো যাচ্ছিল না৷ তারপর চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের বার বার ডেকেও আনা যাচ্ছি না৷ সবাই তখন কুম্ভ নিদ্রায় আছন্ন ছিল৷ ঐ সময় বেডে ফিরোজার পুত্র সন্তান প্রসব হয়৷ তারপরও ১ ঘন্টা পর এসে স্বাস্থ্য কর্মীরা নাভি কাটে৷ চিকিৎসার গাফিলতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সব মহল৷ সিএমও সিপাহীজলা চিতন দেববর্মা বলেন, খোঁজ নিচ্ছি তারপর বলব৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার এ হাল হলে বাচ্চা প্রসব কি আগামীদিনে হাসপাতালগুলোতে নিরাপদ হবে না অন্য কোথাও, এটাই এখন সোনামুড়াবাসীর নিকট লক্ষ টাকার প্রশ্ণ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *