BRAKING NEWS

২২ বছর পর খুনের মামলার নিষ্পত্তি, খুনির যাবজ্জীবন

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ দীর্ঘ ২২ বছর পর খুনের মামলা নিষ্পত্তি হলো খোয়াইয়ে৷ খুনীকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত৷ সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম চন্দন দেব৷
খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হত্যা মামলার দীর্ঘ ২২ বছর অভিযুক্তকে দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছেন৷ সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম চন্দন দেব৷ বাড়ি খোয়াই থানাধীন লালটিলা এলাকায়৷ ঘটনা ১৯৯৪ সালের ১৩ নভেম্বর৷ ওই দিন গৌড়নগর পঞ্চায়েত সামনে সকাল সাড়ে সাতটা নাগাদ গল্প করছিল দুই বন্দু রতন দেবনাথ ও প্রবীর দেব৷ সেই সময় লালটিলার চন্দন দেব নামে এক ব্যক্তি লেনদিন নিয়ে বিরোধের জেরে ভোজলী দিয়ে আঘাত করে প্রবীর দেবকে  হত্যা করে৷ এব্যাপারে খোয়াই থানার মামলা দায়ের করা হয়৷ অভিযুক্ত চন্দন দেব দীর্ঘ বছর পালাতক দিন৷ গত প্রায় তিন মাস আগে সে পুলিশের হাতে ধরা পড়ে৷ এই মামলার ১২ জনের স্বাক্ষ গ্রহন করা হয়৷ বৃহস্পতিবার খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঙ্কজ কুমার দত্ত অভিযুক্ত চন্দন দেবকে দোষী সাব্যস্থ করেন এবং যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন৷
হত্যা মামলার দীর্ঘ ২২ বছর পর হলেও দোষীকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেওয়ার বিচার ব্যবস্থার প্রতি জনগনের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *