BRAKING NEWS

পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি দুই, গুরুতর এক

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা /তেলিয়ামুড়া, ৩১ মার্চ৷৷ ফের রাজ্যে যান সন্ত্রাসে বলি হলেন দুজন৷ গুরুতর আহত এক৷ দক্ষিণ পুলিনপুর এবং দক্ষিণ বুড়াতলিতে  যান দুর্ঘটনার কবলে পড়ে সুনতি দাস(১৮) এবং বিপ্লব দেবনাথের(৩০) মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন চার  বছরের এক শিশু হরি দাস৷ বর্তমানে শিশুটির ভাঙ্গা পায়ের চিকিৎসা চলছে আগরতলার জিবি হাসপাতালে৷ এনিয়ে গত এক সপ্তাহে ছোট দুর্ঘটনা ছাড়া যান সন্ত্রাসের বলি পাঁচ আহত সাত৷
জানা গেছে, আজকের দুর্ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন শুদ্ধছড়া এলাকার আসাম-আগরতলা জাতীয় সড়কে৷ জানা যায় এবারের উচচ মাধ্যমিক পরীক্ষার্থী  সুনতি দাসের তথা এলাকার জীতু দাসের ১৯ বছরের কন্যা তার ভাই মিঠুন দাসের চার বছরের ছেলে হরিদাসকে নিয়ে বাড়ির পাশের দোকান থেকে সকালের টিফিন নিয়ে আসার পথে টিআর০১টি-১৬৫০ নম্বরের একটি বলেরু মেক্সি পণ্যবাহী গাড়ি বেগতিকভাবে  এসে নিয়ন্ত্রণ হারিয়ে পিসি ও ভাইপোকে একই সাথে ধাক্কা দেয়৷ ভাইপো ছিটকে পড়ে দূরে পরে গেলেও পিসি অর্থাৎ সারথিকে গাড়িটি চাপা দিয়ে প্রায় ২৫ মিটার জায়গা অতিক্রম করে৷ থেঁতলে যায় সুনতির দেহ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার৷ দুজনকেই এলাকাবাসী তেলিয়ামুড়া  গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে আশঙ্কাজনক অবস্থায় চার বছরের হরিকে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসক৷ ঘটনা আজ সকাল ৮টা নাগাদ৷ সারথির দেহ ময়না তদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে  এসডিপিও লাকি চৌহান, ওসি সন্তোষ শীল গাড়িটি আটক হলেও চালক পালাতে বরাবরের মতই সক্ষম হয়৷ এনিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে  পড়ে৷ সুনতি আর উচ্চ মাধ্যমিকের ফলের জন্য চিন্তা করতে হবে না৷ তা পাশ করুক আর ফেল৷ রেজাল্টের আগেই ছিনিয়ে নিল তার তরুণ তাজা প্রাণ৷ এই দুষৃকীতি গাড়িটি৷ এলাকায় তার মৃতদেহ পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে৷
এদিকে, আজ দুপুর সাড়ে তিনটা নাগাদ জাতীয় সড়কে কাকলিয়া ব্রিজে টিআর০১এ-১৬৬৬ নম্বরের একটি ট্রাক এবং টিআর০৩-এফ-৪৫৭৭ নম্বরের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাইক চালক বিপ্লব দেবনাথের মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, আগরতলা থেকে সাব্রুম যাওয়ার পথে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা বাইকটিকে কাকলিয়া ব্রিজে সজোরে ধাক্কা মারে৷ তাতে ঘটনাস্থলেই বাইক চালক সাঁতচাদের বাসিন্দা বিপ্লব দেবনাথের মৃত্যু হয়৷ ঘটনার খবর পেয়ে বাইখোরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটর সাইকেলটি আটক করে৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়৷ পুলিশ এই ঘটনায় একটি মামলা নিয়েছে৷ ট্রাকের চালক পলাতক বলে  পুলিশ জানয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *