BRAKING NEWS

ইউসুফ কমিশনের রিপোর্ট পরস্পর বিরোধী, সিবিআই চাইল বিজেপি

BJPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ ইউসুফ কমিশনের রিপোর্টের বিষয়ে নয়া তত্ত্ব সামনে এসেছে৷ প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা হত্যা মামলায় ইউসুফ কমিশনের রিপোর্ট পরস্পর বিরোধী৷ ফলে কমিশনের রিপোর্ট নির্ভুল হয়নি এই যুক্তি দেখিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি রাজ্য কমিটি৷ দলের রাজ্য সভাপতি বিপ্লব দেবের বক্তব্য, কেবলমাত্র সিআইডি এবং রাজ্য পুলিশের দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই কমিশন বিমল সিনহা হত্যা মামলায় রিপোর্ট তৈরি করেছে৷ এই রিপোর্টের বিভিন্ন পাতায় কমিশন যে মন্তব্য করেছে তা পরস্পর বিরোধী৷ ফলে, এই রিপোর্টের একমত হতে না পারায় বিজেপি রাজ্য কমিটি বিমল সিনহার মৃত্যুর জন্য কে দায়ী এবং এই হত্যা মামলায় অভিযুক্তরা কিভাবে রেহাই পেলেন সেই রহস্য উন্মোচনে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি৷
এদিন, সাংবাদিক সম্মেলনে বিজেপির আক্রমনের নিশানায় ছিল কংগ্রেস-সিপিএম উভয় দল৷  উগ্রপন্থী ইস্যুতে দুই দলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দলের রাজ্য সভাপতি৷ তাঁর স্পষ্ট বক্তব্য, ১৯৮০ সালে রাজ্যে উগ্রপন্থীদের জন্ম৷ টিএনভি’র কাধে ভর করে ১৯৮৮ সালে কংগ্রেস ক্ষমতায় আসে৷ আবার ১৯৯৩ সালে এটিটিএফ’র জন্ম দেয় সিপিএম৷ তখন রাজ্যে উপদ্রুত ঘোষণা করে ক্ষমতায় ফিরে সিপিএম৷ এমনকি, ১৯৮০ সালে ভ্রাতৃঘাতি দাঙ্গার জন্য কংগ্রেস-সিপিএম উভয় দলকে দায়ী করেন বিজেপি রাজ্য সভাপতি৷
এর পাশাপাশি তিনি বিমল সিনহা হত্যা মামলায় প্রকাশিত ইউসুফ কমিশনের রিপোর্ট নিয়ে জোর সওয়াল করেন৷ তাঁর বক্তব্য, কমিশন একবার বলছে, প্রয়াত স্বাস্থ্যমন্ত্রীর স্ত্রী বিজয়লক্ষ্মী সিনহা তাঁর স্বামীর মৃত্যুর জন্য জগদীশ ঘোষ, সত্য ঘোষরা দায়ী৷ আবার বলছে শ্রীমতি সিনহা ভয়ে মুখ খুলতে চাননি৷ সিপিএম নেতা জগদীশ ঘোষ দলত্যাগ করে কংগ্রেসে যোগ দিলে তার সংঘাতের বিষয় রিপোর্টে উল্লেখ থাকলেও, তার মনোনয়ন পত্র বাতিলের প্রসঙ্গে কোন কিছুই মন্তব্য করেনি কমিশন৷ এমনকি, রিপোর্টের সংক্ষিপ্তসারে কমিশন যা বলেছে, তার সাথে বাকি মন্তব্যের অমিল রয়েছে বলে তিনি জোর গলায় দাবি করেন৷ তিনি স্পষ্টভাবে বলেন, মূলত সিআইডি এবং রাজ্য পুলিশের দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই কমিশন রিপোর্ট তৈরি করেছে৷
এদিকে, বিমল সিনহা হত্যা মামলায় স্বরাষ্ট্র দপ্তর, রাজ্য পুলিশ এবং সিআইডি’র চরম ব্যর্থতার কথা উল্লেখ করেন বিজেপি রাজ্য সভাপতি বলেন, মূল রহস্য আজও উন্মোচন হয়নি৷ একমাত্র সিবিআই তদন্তে বিমল সিনহা হত্যা মামলায় প্রকৃত সত্য উদঘাটন হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *