BRAKING NEWS

আগরতলায় উড়াল পুল নির্মাণ, বিপদ এড়াতে বিকল্প রাস্তার তাগিদ বাড়ল

Golden Tripura Wideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ কলকাতায় নির্মিয়মাণ উড়ালপুল ভেঙ্গে হতাহতের ঘটনায় চিন্তায় ফেলল রাজ্য সরকারকে৷ ফলে আগরতলায় নির্মিয়মাণ উড়াল পুলের কাজে নিরাপত্তার প্রশ্ণে বিকল্প রাস্তার তাগিদ বিশেষভাবে দেখা দিয়েছে৷ নাগেরজলায় উড়াল পুল নির্মাণের কাজের সুবিধার্থে এবং যাত্রী সাধারণের নিরাপত্তার প্রশ্ণে রাজ্য সরকার বিকল্প রাস্তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে৷ তাতে, আগরতলা-সাব্রুম রুটে যাতায়াতের ক্ষেত্রে বড়, ছোট, মাঝারি গাড়িগুলিকে বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হবে৷ তবে, নাগেরজলা বাস স্ট্যান্ড অন্যত্র না সরিয়ে বিকল্প রাস্তা ব্যবহার নিরাপত্তার বিষয়ে কতটা ফলপ্রসু এনিয়ে এখন নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷
বিকল্প রাস্তার প্রস্তাব মোতাবেক, যোগেন্দ্রনগর বিদ্যাসাগর সেতু থেকে বাইপাস পর্যন্ত, সেন্ট্রাল রোড এক্সটেনশান থেকে চন্দ্রমোহন সেতু হয়ে বাইপাস পর্যন্ত এবং বড়দোয়ালি থেকে দশরথ দেব স্টেডিয়াম হয়ে বাইপাস পর্যন্ত তিনটি বিকল্প রাস্তা চিহ্ণিত করা হয়েছে৷ রাস্তাগুলি দিয়ে বড়, মাঝারি এবং ছোট গাড়িগুলি নাগেরজলায় উড়ালপুলের কাজ শেষ হওয়া পর্যন্ত যাতায়াত করবে৷ মূলতঃ আগরতলা-সাব্রুম সড়কে যেসব যানবাহন যাতায়াত করবে সেগুলির গতিপথ ঘুরিয়ে উড়াল পুল নির্মাণস্থল যানজট মুক্ত রাখার উদ্দেশ্যেই এই নতুন রুট চিহ্ণিত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ সমস্ত বড় গাড়ি যোগেন্দ্রনগর দিয়ে, মাঝারি গাড়িগুলি সেন্ট্রাল রোড এক্সটেনশান দিয়ে এবং ছোট গাড়িগুলি বড়দোয়ালী দিয়ে যাতায়াত করবে৷ তবে, আপাতকালীন  কাজে ব্যবহৃত গাড়িগুলি প্রয়োজনে নাগেরজলা দিয়ে যাতায়াত করতে পারবে৷ যোগেন্দ্রনগর থেকে বাইপাস রাস্তাটি প্রশস্ত ৪৫ মিটার এবং সেন্ট্রাল রোড এক্সটেনশন থেকে বাইপাস রাস্তাটির প্রশস্ত ৩৭৫ মিটার৷ ফলে বিকল্প রাস্তা দিয়ে যান চালচলের ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারও করা হবে৷ পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার জানিয়েছেন, এই বিকল্প রাস্তাগুলিতে মাধ্যমিক এবং উচচমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষা মূলকভাবে ব্যবহার করে দেখা হবে৷ সেক্ষেত্রে ট্রাফিক দপ্তর যাবতীয় সমস্ত কিছু দেখাশুনা করবে৷
মূলত, উড়ালপুল নির্মাণ কাজের ফলে নাগেরজলায় যানজট এড়ানোর লক্ষ্যে তিনটি বিকল্প রাস্তা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ সেক্ষেত্রে বড় গাড়ি থেকে শুরু করে ছোট গাড়ি সমস্ত কিছু নাগেরজলা রুটের বদলে ঐ বিকল্প রাস্তা ধরে চলাচল করবে৷ কলকাতায় নির্মিয়মাণ উড়াল পুল ভেঙ্গে পড়ে বহু মানুষের হতাহতের ঘটনায় এখন আগরতলায় উড়ালপুল নির্মাণ কাজের ক্ষেত্রে এই রুটে যান চলাচল চালু রাখা ঝুঁকিপূর্ণ, এনিয়ে বিভিন্ন মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে৷ এরই পাশে নাগেরজলা বাস স্ট্যান্ডটি সাময়িক অন্যত্র সরানোরও দাবি উঠেছে৷ এনিয়ে, পরিবহন মন্ত্রী সম্প্রতি জানিয়েছিলেন, নাগেরজলা বাস স্ট্যান্ডটি অন্যত্র সরালে যাত্রী সাধারণ ভোগান্তির মুখে পড়বে৷ কিন্তু, আজ কলকাতার ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষের জীবনের ঝুঁকি নেওয়ার বদলে সাময়িক ভোগান্তি শ্রেয়, এমনটাই মনে করছেন নগরবাসী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *