নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৮ মার্চ৷৷ সিধাই থানা এলাকার সুন্দরটিলার পুটিয়াবিলে সোমবার ভোরে স্ত্রীকে হত্যা করেছে স্বামী৷ মৃতার নাম ভারতি ওরাং৷ অভিযুক্ত স্বামীর নাম গান্ধী ওরাং৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ জানা যায় পেশায় দুজনই শ্রমিক৷ স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বাকবিতন্ডা হত৷ গতকাল রাতেও তাদের মধ্যে প্রচন্ড বাকবিতন্ডা হয়৷ ভোর চারটা নাগাদ গান্ধী ওরাং বাড়ির লোকজনকে জানায়, সে তার স্ত্রীকে হত্যা করেছে৷ খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরাও৷ খবর পাঠানো হয় সিধাই থানায়৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেছে৷ অভিযুক্ত গান্ধী ওরাংকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পারিবারিক কলহের জেরেই এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে৷ সিধাই থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশেরও আশঙ্কা পারিবারিক কলহের জেরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে৷
এদিকে, এদিন দুপুরে দ্বিতীয় হত্যাকান্ডটি ঘটে আগরতলায় সুভাষ নগর সাধুটিলা এলাকায়৷ ঐ এলাকার গৃহবধূ কাজল দেবনাথকে হত্যা কারেছে৷ ধারালো অস্ত্র দিয়ে স্বামী কৃষ্ণ দেবনাথ বাড়িতেই তাকে খুন করে৷ আশেপাশের লোকজন চিৎকার শুনে ছুটে যায়৷ তখন রক্তাক্ত অবস্থায় ঘরের মঝেতে পড়ে থাকে কাজল দেবনাথের মৃতদেহ৷ বাড়িতে লোকজন আসার পর স্বামী কৃষ্ণ দেবনাথ পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ লোকজন তাকে পাকড়াও করে গণধোলাই দেয়৷ খবর দেওয়া হয় থানায়৷ পুলিশ গিয়ে কৃষ্ণ দেবনাথকে গ্রেপ্তার করে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে পারিবারিক ঝামেলার কারণেই কৃষ্ণ দেবনাথ তার স্ত্রীকে খুন করেছে৷ তবে স্থানীয় জনগণের বক্তব্য প্রায়সই কৃষ্ণ তার স্ত্রীকে মারধর করত৷ এনিয়ে স্থানীয় পঞ্চায়েত স্তরেও বহুবার বৈঠক হয়েছে৷ তবে কৃষ্ণ দেবনাথ এতটা হিংস্র হয়ে উঠবে সেটা স্থানীয় জনমনে রীতিমতো বিস্ময়ের সৃষ্টি করেছে৷
প্রসঙ্গত গত এক পক্ষকালের মধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে নয়জন মহিলা খুন হয়েছেন৷ কোন কোন ক্ষেত্রে দেখা গিয়েছে পারিবারিক বিবাদ৷ তবে সিংহভাগ ক্ষেত্রেই অবৈধ সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এসেছে পুলিশি তদন্তে৷ ক্রমাগত এই ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ এক্ষেত্রে সামাজিক অবক্ষয়কেই দায়ি করা হচ্ছে৷ এই বিষয়ে সমাজকে আরও বেশী সংবেদনশীল ও সচেতন হতে হবে বলে তথ্যাভিজ্ঞ মহলের অভিমত৷
2016-03-29