নিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ২৬ মার্চ৷৷ গাড়ীর লাইটের ড্রিমার নিয়ে বচসা থানায় মামলা, রক্তাক্ত দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন৷
গতকাল রাতে গাড়ী নিয়ে বাড়ীতে ফিরবার সময় গাড়ীর লাইটের ড্রিমার নিয়ে বচসা বাঁধে কল্যানপুর থানা এলাকার তুইসারপেক গ্রামে৷ ঘটনার অভিযোগ করে গাড়ীর মালিক ধনঞ্জয় দেববর্মা এবং তার বন্ধু দৈমান দেববর্মা তারা দুই বন্ধু মিলে গাড়ী চালক মিহির দেববর্মাকে নলং বাড়ীতে পৌঁছে দিতে যাচ্ছিল৷ তখন সময় তুইসারপেক এলাকায় চার পাঁচ যুবক মদমত্ত অবস্থায় গাড়ীটিকে দাঁড় করায় এবং বলতে থাকে কেন গাড়ীটির লাইটের ড্রিমার দিচ্ছেনা, এনিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে পাঁচ যুবক মিলে সংগবদ্ধ হয়ে লাটিপেটা নিয়ে হামলে পড়ে গাড়ীতে থাকা তিন যুবকের উপর এবং গাড়ীটিকে ভাঙ্গচুর চালায়৷ রক্তাক্ত অবস্থায় দুই যুবক তারা গাড়ীর চালক মিহির দেববর্মা এবং বন্ধু দৈমানকে কল্যানপুর হাসপাতালে নিয়ে আসে৷ ঐ পাঁচ যুবকের বিরুদ্ধে কল্যানপুর থানায় মামলা করে৷ সুনিদির্ষ্ট ভাবে একজনকে চিনতে পেরেছে যার নাম দিলীপ দেববর্মা বয়স (৪০)৷
2016-03-27