কলকাতা, ১৪ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি জারির দিনই তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতাদের ঘুষ নেওয়ার স্ট্রিং অপারেশনের ভিডিও প্রকাশ করল নারদা নিউজ | সোমবার প্রকাশিত স্ট্রিং অপারেশনের ভিডিওতে ঘুষ নিতে দেখা গেল মুকুল রায়, শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার, শোভন চট্টোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম, সুলতান আহমেদ, মদন মিত্র সহ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির সব নেতাকে| পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ উঠল, তা এরাজ্যে বিরল| অভিযোগ যদি সত্যি হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের শান্তির ঘুম কেড়ে নেওয়ার জন্য তা যথেষ্ট|
স্টিং অপারেশনের জন্য ইমপেক্স নামে একটি কম্পানি খোলে ওই ওয়েবসাইট| খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় তদন্তে প্রাথমিকভাবে এনআইএ-কে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বর্ধমানের তত্কালীন পুলিশ সুপার এস এম এইচ মির্জ়ার বিরুদ্ধে| নির্বাচন কমিশনের হস্তক্ষেপে যাকে অন্যত্র বদলি করা হয়| এই বদলির জন্য নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| স্টিং অপারেশনকারী নারদা নিউজ়ের দাবি, এখান থেকেই শুরু তাদের স্টিং অপারেশন|
তাদের তরফে যোগাযোগ করা হয় সদ্য বদলি হওয়া পুলিশকর্তা মির্জা়র সঙ্গে| ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যবসায়িক লেনদেনের প্রসঙ্গ তুললে তা খুশির সঙ্গে মেনে নিচ্ছেন এস এম এইচ মির্জ়া| দাবি করছেন যে, তৃণমূলের হয়ে টাকা জোগাড়ের গুরুদায়িত্ব রয়েছে তাঁর কাঁধে| সঙ্গে গোপন ক্যামেরার সামনে জানাচ্ছেন যে, এই সংক্রান্ত সাহায্যের জন্য কোন তৃণমূল নেতার কাছে যাওয়া উচিত ?
মুকুল রায়| গোপন ক্যামেরা পৌঁছল তৃণমূল নেত্রীর একদা ঘনিষ্ঠের বাড়িতে| সাক্ষা করলেও লেনদেন সংক্রান্ত কোনও কথা বলতে চাননি প্রাক্তন রেলমন্ত্রী| যোগাযোগ করতে বলেন তাঁর অফিসের সঙ্গে| এবং এম এইচ মির্জ়ার সঙ্গেও| ও আমার বন্ধু| (টক টু মাই এসপি)| ওর সঙ্গে যোগাযোগ করুন| ভিডিওতে বলছেন মুকুল রায়|
এমনভাবেই স্টিং অপারেশনের ক্যামেরা পৌঁছয় পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, শুভেন্দু অধিকারী, সুলতান আহমেদ ও তাঁর ভাই ইকবাল আহমেদ, ছাত্রনেতা শঙ্কুদেব পণ্ডা, মন্ত্রী মদন মিত্র ও ফিরহাদ হাকিম, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের কাছে| এবং প্রত্যেকেই মোটা টাকার বিনিময়ে সাহায্যের ফাঁদে পা দেন বলে দাবি ভিডিওয়|
কলকাতা পৌরনিগমের মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ভিডিওয় বলতে দেখা যায়, এতদিন ডলার ছাড়া নিতাম না| এই টাকা নিচ্ছি| মুখ্যমন্ত্রীর ভাইপো তথা তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও উঠেছে অভিযোগ| তবে অভিষেক নয়, ভিডিওতে তাঁর হয়ে টাকা নিতে দেখা যাচ্ছে তৃণমূল যুবার দুই নেতা করণ শর্মা ও সুজয় কৃষ্ণকে|
নির্বাচনের উত্তাপে বহু অভিযোগ উঠলেও, সবচেয়ে বেশি চাঞ্চল্য সৃষ্টি হয় গৌতম দেব বনাম মুকুল রায় তরজায়| টাকার বিনিময়ে বিধানসভায় আসন বিক্রি করছেন মুকুল রায়| এমনই বিস্ফোরক অভিযোগ এনেছিলেন গৌতম দেব| পালটা কটাক্ষ ও আক্রমণ থেকে পিছিয়ে আসেননি তৃণমূল কংগ্রেস নেতারাও| এই একই অভিযোগ ফের ফিরে এল তৃণমূলের দরজায়| এবার ভিডিও সমেত|অভিযোগ যদি সত্যি হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের শান্তির ঘুম কেড়ে নেওয়ার জন্য তা যথেষ্ট| এই ভিডিও প্রকাশ্যে আসার পরই তীব্র চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে| এক সুরে শাসকদলকে আক্রমণ করেছে বিরোধীরা| অন্যদিকে গোটা ঘটনাকে চক্রান্ত বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস|
2016-03-15