জলের জন্য হাহাকার করছে মুঙ্গিয়াকামী ব্লকের ৪৭ মাইলের সাড়ে তিনশ পরিবার

Water Crisisনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ মার্চ৷৷ শুখা মরশুম শুরু হতেই পাহাড়ে তীব্র জল সংকট দেখা দিয়েছে৷ উপজাতি গিরিবাসীরা পানীয় জলের সংকটের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন৷
সমস্যাটি দীর্ঘদিনের৷ ভোটের সময়কাল এলেই প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা পাহাড়ের এডিসিভুক্ত ভিলেজগুলিতে পা রাখেন৷ ওইসব আধিকারিকরা ভিলেজে বসবাসকারী উপজাতিদের দেয় বিভিন্ন প্রতিশ্রুতি ভোট প্রক্রিয়া ফুরিয়ে যেতেই প্রশাসনের আমলারা আর ভিলেজগুলিতে পা রাখতে চাননা৷
মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত ১৮ মুড়া এডিসি ভিলেজের ৪৭ মাইল এলাকা৷ যদিও এলাকাটি আঠারমুড়া পাহাড়ের পাদদেশ৷ এই ৪৭ মাইল এলাকায় ৩৫০ পরিবার লোকের বসবাস৷ বসবাসকারী উপজাতিদের মধ্যে অধিকাংশই রিয়াং সম্প্রদায়ের৷ সাধারণত মৌলিক পরিষেবাগুলোর চিহ্ণও খঁুজে পাওয়া যায়নি৷ ওইসব উপজাতি গিরিবাসীরা পানীয় জলের জন্য ভরসা করতে হয় পাথর চুইয়ে আসা জলের উপর৷ পরিত্যাক্ত গর্তের জলে স্নানও করতে হচ্ছে পশুদের মতো৷ ওই ৪৭ মাইল এলাকায় কয়েকটি পানীয় জলের উৎস থাকলেও বর্তমানে সেগুলি অকেজো৷ ওই সব অকেজো পানীয় জলের উৎসগুলি জলের পরিবর্তে তপ্ত হাওয়া বেরুচ্ছে৷ মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসন সব কিছু জেনেও কোন এক অজ্ঞাত কারণে অকেজো হয়ে থাকা পানীয় জলের উৎসগুলি সারাই করে দিচ্ছে না বলে অভিযোগ করে যান এলাকার উপজাতি অংশের মানুষজন৷ অথচ রিয়াং সম্প্রদায়ের আর্থ সামাজিক উন্নয়নের জন্য একটি দপ্তরও আছে৷ পিজিপি দপ্তর৷ ওই দপ্তরের আধিকারিক থেকে শুরু করে কর্মীরাও ভিলেজগুলিতে যান না৷ ভিলেজে পিজিপি দপ্তরের কর্মীরা যান কেবলমাত্র অঘটন ঘটলে৷ পরিশোধিত জলের অভাবে ৪৭ মাইল এলাকার উপজাতিরা জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বলে খবর৷ জানা গেছে স্থানীয় উপজাতিদের মধ্যে চর্মরোগও দেখা দিয়েছে৷ এরপরও স্থানীয় ব্লক প্রশাসন কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন৷ অকেজো হয়ে থাকা পানীয় জলের উৎসগুলি বর্তমানে এলাকার উপজাতি কচিকাঁচা শিশুদের খেলার সামগ্রীতে পরিণত হয়েছে৷ ক্ষুব্ধ উপজাতিরা জানায় এই জল সংকটের দরুন দরিদ্র উপজাতিরা তেষ্টা নিবরণ করা জন্য ৫০ লিটার জল ক্রয় করে ৬০ টাকা দিয়ে৷ এমন দুর্বিসহ সংবাদটি জানে স্থানীয় ব্লক প্রশাসনও৷ এরপরেও ব্লক প্রশাসন কোন ধরনের পদক্ষেপ নেয়না৷ প্রশ্ণ থেকে যায় দরিদ্র উপজাতিরা যে পানীয় জল ক্রয় করছে সে জল কি পরিশোধিত নাকি অপরিশোধিত? আদৌ কি স্থানীয় উপজাতিদের পানীয় জলের সংকট মোচন হবে, নাকি জলের সমস্যাটি যে তিমিরে ছিল সে তিমিরেই থেকে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *