নিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১২ মার্চ৷৷ এ ডি নগর এমবি টিলা এলাকায় গতকাল রাত সাড়ে এগারটা নাগাদ দুটি এ টি এম কাউন্টার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা৷ এক্সিস ব্যাঙ্কের এ টি এম কাউন্টারের ভিতরে প্রাইভেট সিকিউরিটি গার্ড ছিল৷ হঠাৎ ঢিল ছুড়ে দরজার গ্লাস ভেঙ্গে দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা৷ একই কায়দায় পাশ্ববর্তী এস বি আইয়ের একটি এটি এম বুথের দরজার গ্লাসও ভেঙ্গে দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এব্যাপারে কাউকে আটক করাযায়নি৷
আশঙ্কা করা হচ্ছে বাইকে করে এসেই দুর্বৃত্তরা পরপর দুটি এ টি এম কাউন্টারে এ ধরনের ঘটনা সংগঠিত করেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ আগরতলা শহর ও শহরতলী এলাকায় দুর্বৃত্ত ও সমাজদ্রোহীদের দৌরাত্ম্য যে ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে এসব ঘটনার মধ্য দিয়ে তা প্রমাণিত হচ্ছে৷ প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহর ও শহরতলীর সিংহভাগ এটিএম কাউন্টারে নিরাপত্তারক্ষী নিযুক্ত করা হচ্ছে না৷ তাতে ঝুকিতে রয়েছে এই এ টি এম কাউন্টারগুলি৷ যে কোন সময় বড় ধরণের অঘটন ঘটে যেতে পারে৷ এমনকি গ্রাহকরাও দুসৃকতিদের কুমতলবের শিকার হতে পারেন৷ ইতিপূর্বে এ ডি নগর এলাকায় এসবিআই’র একটি এটিএম কাউন্টারে হামলা চালিয়ে দুসৃকতিরা টাকাভর্তি এটিএম তুলে নিয়ে টাকা হাপিজ করে দিয়েছিল৷ পরে উদ্ধার হয়েছে ঐ এটিএমটি৷
2016-03-13

