
চেন্নাই, ১২ মার্চ (হি.স.) : ভারতীয় সেনা দেশের সবচেয়ে প্রশংসিত ও সম্মানিত প্রতিষ্ঠান| বিশ্বদরবারে প্রশংসিত ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে এমটাই বললেন সেনা প্রধান জেনারেল দলবীর সিং সুহাগ| চেন্নাইয়ে অফিসার ট্রেনিং অ্যাকাডেমিতে গিয়ে সুহাগ বলেন, ভারতীয় সেনার একটা ভাবমূর্তি আছে| আমাদের সেনাবাহিনী দেশে সবচেয়ে প্রশংসিত ও সম্মানিত প্রতিষ্ঠান| রাষ্ট্রসংঘের শান্তিবাহিনীতেও ভারতীয় সেনার ভূমিকা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে| ভারতীয় সেনা শুধু ক্ষমতার দিক থেকেই এগিয়ে নেই অনেক বেশি বুদ্ধিদীপ্ত ও দায়িত্ববোধ সম্পন্ন বলে তিনি জানিয়েছেন|