রাজ্যে ভয়াল জ্বালানী সংকটের ইঙ্গিত খাদ্যমন্ত্রীর

MANIK DEY TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ রাজ্যে পেট্রোল ডিজেলের যে সংকট চলছে তাতে আগামীদিনে জ্বালানি তেল সরবরাহ নিয়ন্ত্রিত করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন খাদ্য ও জনসংভরণমন্ত্রী মানিক দে৷ তিনি জানান, রাজ্যের তেল ডিপোতে জ্বালানি তেল ক্রমশ শুকিয়ে আসছে এবং আইওসি বর্তমান সমস্যা সমাধানে নিশ্চিতভাবে কিছু জানাচ্ছে না৷ শ্রীদে জ্বালানি তেল সংকট রাজ্যে আরো ভয়াল রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বলেন, আইওসির সাথে এই সমস্যা সমাধানে ক্রমাগত যোগাযোগ করা হচ্ছে৷ বর্তমানে যে পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে তাতে আগামী কয়েকদিন ঠিকঠাকভাবে চলে যাবে৷ কিন্তু এই সংকট এইভাবেই বহাল থাকলে আগামীদিনে রাজ্য সরকার জ্বালানি তেল সরবরাহ নিয়ন্ত্রিত করে দিতে বাধ্য হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন৷
তিনি জানান, সেকেরকোটে আইওসির ডিপো তৈরি না হওয়া পর্যন্ত জ্বালানি সংকট এভাবেই কয়েকদিন পরপর দেখা দিতে পারে৷ ফলে, আইওসিকে সেকেরকোটে তেল ডিপো যত তাড়াতাড়ি সম্ভব গড়ে তোলার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন৷
এদিকে, রাজ্যে জ্বালানি সংকটের জের চারিদিকে কালোবাজারিতে ছেয়ে গেছে৷ পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি না মিললেও কালোবাজারে সর্বদাই অধিকমূল্যে পেট্রোল ডিজেল পাওয়া যাচ্ছে৷ অভিযোগ, পেট্রোল ডিজেল ভেজালও করা হচ্ছে৷ জানা গেছে, পেট্রোলের সাথে কেরোসিন মিশিয়ে বিক্রি করা হচ্ছে৷ পেট্রোল ডিজেলের সংকটের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে পণ্যসামগ্রী পরিবাহী যানবাহনগুলি৷ রাজ্যে বিভিন্ন বাজারে সবজি সহ অন্যান্য সামগ্রী পরিবহনের ক্ষেত্রে যান চালকরা অপর্যাপ্ত ডিজেলের কারণে অধিক মূল্যে কালোবাজারিদের কাছ থেকে জ্বালানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন৷ পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় রাস্তায় বসে পেট্রোল বিক্রি করতে দেখা যাচ্ছে৷ কিন্তু প্রশাসনের তরফে এর বিরুদ্ধে কোন উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ জনমনে৷ পেট্রোল ডিজেল নিয়ন্ত্রিত করে দিলে মারাত্মক দুর্ভোগের মুখে পড়বেন যান চালকরা৷
সূত্র অনুসারে জানা গেছে, পেট্রোল ডিজেলের কালো বাজারিদের বিরুদ্ধে প্রশাসনের তরফে শীঘ্রই অভিযান চালানো হবে৷ সে বিষয়ে পেট্রোল পাম্প মালিকদেরকেও সতর্ক করা হয়েছে৷ অভিযোগ, পেট্রোল পাম্প মালিকরা কালো বাজারিদের হাতে পেট্রোল ডিজেল বিক্রি করেন৷ তাতে পাম্পগুলিতে জ্বালানি সংকট আরো চরম আকার ধারণ করে৷
এদিকে, কিছুদিন পর পর রাজ্যে জ্বালানী সংকট দেখা দেয়৷ এর পেছনে কোন কোন সময় দেখা গিয়েছে পেট্রোল পাম্প মালিকরা কৃত্রিম সংকট তৈরী করে রাজ্যের পরিস্থিতি ভয়াবহ করে তোলে৷ বিশেষ করে পেট্রোলের দাম কমলেই এই সংকট মারাত্মক আকার ধারণ করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *