রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন দাখিল ঝর্ণা দাস বৈদ্যের

Jharna Das Baidyaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ ত্রিপুরা থেকে রাজ্য সভার একটিমাত্র আসনের নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ঝর্ণা দাস বৈদ্য বুধবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ এদিন, রিটার্নিং অফিসার তথা রাজ্যবিধানসভার সচিব বামদেব মজুমদারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন৷ [vsw id=”7fUyX2THx8c” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]তাঁর সাথে ছিলেন বিধায়ক নীরঞ্জন দেববর্মা, সুধন দাস, হরিচরণ সরকার, রতন দাস এবং বিধায়িকা টুুনুবালা সরকার৷ মনোনয়নপত্র জমা দিয়ে তিনি জানান, রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যসভায় দরবার করবেন৷