নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ আসাম-আগরতলা জাতীয় সড়কের লোয়ারপোয়ায় আসামের অংশের সংস্কার নিয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিবহনমন্ত্রী মানিক দে৷ আসাম সরকারের কাজকর্মে চরম অসন্তোষ্টি প্রকাশ করে শ্রী দে বলেন, সময়ের মধ্যে জাতীয় সড়ক সংস্কার না হওয়ায় আগামীদিনে রাজ্যকে আরো দুর্ভোগ পোহাতে হবে৷ সামনেই বর্ষা মরশুম শুরু হতে যাচ্ছে৷ তার আগে জাতীয় সড়ক সংস্কার না হলে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে রাজ্য৷
পরিবহনমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার লোয়ারপোয়ায় আসামের অংশের কাজ যথাসময়ে শেষ করার নির্দেশ দিয়েছে৷ কিন্তু প্রশাসনিক ব্যর্থতা এবং আসাম সরকারের গাফিলতির কারণে লোয়ারপোয়ায় জাতীয় সড়ক সংস্কারের কাজ ক্রমশ পিছিয়ে যাচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের নির্দেশ সত্ত্বেও আসাম সরকার লোয়ারপোয়ায় জাতীয় সড়ক সংস্কারে কোন গুরুত্ব দিচ্ছে না বলে তিনি উষ্মা প্রকাশ করেন৷
পরিবহনমন্ত্রী আরো জানান, রাজ্যের দুর্ভোগের কথা চিন্তা করে ইতিমধ্যে কেন্দ্রীয় ভূতল পরিবহন ও মহাসড়ক মন্ত্রককে বেশ কয়েকবার বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ জাতীয় সড়ক সংস্কারে কেন্দ্রের হস্তক্ষেপের দাবিও জানানো হয়েছে৷ এদিন তিনি জানান, আগামী এপ্রিল থেকেই ব্রডগেজে রেল পরিষেবা পুরোদমে শুরু হয়ে যাবে৷ পণ্যবাহী রেল চলাচল ইতিমধ্যে শুরু হয়ে গেছে৷ কিন্তু, সমস্ত পণ্য সামগ্রী রেলপথে নিয়ে আসা সম্ভব নয়৷ সেক্ষেত্রে সড়ক যোগাযোগ বিশেষভাবে জরুরি৷ কিন্তু জাতীয় সড়ক শীঘ্রই সংস্কার না করা হলে আগামীদিনে রাজ্যকে চরম দুর্ভোগের মুখে পড়তে হবে বলে পরিবহনমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন৷
2016-03-10

