নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ নাবালিকা অপহরণের মামলায় দুজনকে দশ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করলেন উত্তর ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালত৷ কাঞ্চনপুর থানাধীন সাতনালার বাসিন্দা অপহরণে অভিযুক্ত বিজন নাথ(৫৫) এবং তার স্ত্রী ললিতা রিয়াং(৪০)কে আদালত ভারতীয় দন্ডবিধি ৩৬৬ ধারায় দশ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে৷ পাশাপাশি দশ হাজার টাকা জরিমানাও করেছে৷ ঘটনার বিবরণে প্রকাশ, ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি সাতনালার জনৈকা নাবালিকাকে অপহরণ করে হরিয়ানার এক যুবকের সাথে বিয়ে দিতে নিয়ে যাচ্ছিল অভিযুক্তরা৷ কিন্তু পুলিশের তৎপরতায় কাঞ্চনপুর তেমাথায় তাদেরকে আটক করা সম্ভব হয় এবং নাবালিকাও উদ্ধার হয়৷ তার পরদিন অর্থাৎ ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি ঐ নাবালিকা কাঞ্চনপুর থানায় লিখিত অভিযোগে জানান, সাতনালার বাসিন্দা বিজন নাথ এবং তার স্ত্রী ললিতা রিয়াং নাবালিকাকে ফোন করে ডেকে আনে৷ তার পর তাকে নিয়ে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দেয়৷ সেখানে হরিয়ানার এক যুবক মোহন প্রকাশের সাথে ঐ নাবালিকার বিয়ের বন্দোবস্ত করে অভিযুক্তরা৷ কিন্তু কাঞ্চনপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে কাঞ্চনপুর তেমাথায় গাড়িটি আটক করে এবং নাবালিকাকে উদ্ধার করে৷
নাবালিকার লিখিত অভিযোগের ভিত্তিতে কাঞ্চনপুর থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করে৷ এই মামলায় পুলিশ আদালতে চার্জশিট জমা দেয় এবং সমস্ত তথ্য প্রমাণ এবং সাক্ষ্য বাক্যের ভিত্তিতে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে৷ বুধবার অভিযুক্তদের সাজা শোনানো হয়৷
2016-03-10

