ব্যাংকক, ৮ মার্চ (হি.স.) : থাইল্যান্ডে বাস নয়ানজুলিতে পড়ে নিহত হয়েছেন তিনজন যাত্রী | মঙ্গলবার থাইল্যান্ডের ফ্রম বুরি জেলায় একটি দোতলা বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নয়ানজুলিতে পড়ে গিয়ে তিনজন নিহত হওয়ার পাশাপাশি আরও ৪৩ জন আহত হয়েছেন| নিহতদের মধ্যে স্থানীয় একজন রাজনৈতিক নেতাও রয়েছেন|
বাসটিতে মায়ে ট্যাম ট্যামবন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ভ্রমণ করছিলেন বলে খবরে জানানো হয়েছে | আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে| এদের মধ্যে ৩৭ জনই গুরুতর আহত| পুলিশ ধারণা করছে, বাসটির চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে|
2016-03-08