সাংসৃকতিক ঐতিহ্যের উপর নানাদিক থেকে আক্রমণ আসছে ঃ মুখ্যমন্ত্রী

manikনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ আমাদের সংসৃকতিক হৃৎপিন্ড হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত৷ এর সাথে আমাদের সমাজের বিকাশ, তার মনন এবং চিন্তনের একটা গভীর আন্তরিক সম্পর্ক রয়েছে৷ একে ভিত্তি করেই এই দেশের সাংসৃকতিক ধারা বিকশিত হচ্ছে, ধ্রুপদী সাংসৃকতিক সংস্থা ক্লাসিকের উদ্যোগে মুক্তধারা অডিটোরিয়মে আয়োজিত ধ্রুপদী সঙ্গীত ও নৃত্য উৎসবে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন৷ তিনি বলেন, বর্তমান সময়ে এই সাংসৃকতিক ঐতিহ্যের উপর নানাদিক থেকে আক্রমণ আসছে যা আমাদের নবীন প্রজন্মের চিন্তাভাবনাকে বিপথগামী করার চেষ্টা করছে৷ আমাদের সংসৃকতিক ভিত্তিকে পেছন দিকে ঠেলে নিয়ে যাবার চেষ্টা হচ্ছে৷ এ অবস্থায় উচ্চাঙ্গ সঙ্গীতের আরও বেশী করে চর্চা বিশেষ করে তরুণ-তরুণীদের এর সঙ্গে যুক্ত করা একান্ত জরুরী হয়ে পড়েছে৷ [vsw id=”c4IaIlRrflQ” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এই রাজ্যে ক্ষুদ্র পরিসরে হলেও এই প্রয়াস জারী রাখার চেষ্টা করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, এর গুণগত উৎকর্ষের ও স্ফুরণ ঘটছে৷ এর মধ্যে সরকারী বদান্যতা যেমন আছে তেমনি বেসরকারী উদ্যোগও রয়েছে৷ মুখ্যমন্ত্রী উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করে বলেন, আমাদের সাংসৃকতিক ঐতিহ্যের ধারাকে রক্ষা করার ক্লাসিকের এই প্রয়াস নি,সন্দেহে ইতিবাচক৷ জেলা সদর এবং মহকুমা সদরগুলিতেও এ ধরণের অনুষ্ঠান করা হলে এ রাজ্যের শিল্পীরা উপকৃত হবেন বলে তিনি মনে করেন৷
বিশেষ অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলেন, উচ্চাঙ্গ বেশী করে চর্চা আজকের দিনে খুব বেশী প্রয়োজন হয়ে পড়েছে৷ কারণ এখন কিছু ধর্মন্ধ ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে হস্তক্ষেপ করার চেষ্টা করছে৷ নিজেদের মত চাপিয়ে দেবার জন্য তারা প্রথমে বেছে নেয় শিক্ষা, সংসৃকতির জগতকে৷ কয়েকদিন আগে ব্রাক্ষ্মনবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি বিজরিত বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়েছে৷ এই ক্ষেত্রে শিক্ষা, সংসৃকতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আজকের দিনে ভীষণ জরুরী হয়ে পড়েছে৷ নতুন প্রজন্ম এখন উচ্চাঙ্গ সঙ্গীতের দিকে ঝুকছে এটা দারুণ খবর৷
বিশিষ্ট বেহালা শিল্পী ত্রিপুরেন্দ্র ভৌমিক বলেন, যুগ যুগ ধরে ক্লাসিকেল মিউজিক সমগ্র ভারতকে একটা সূত্রে বেঁধে রেখেছে৷ ভারতীয় রেডক্রশ সোসাইটির ত্রিপুরা শাখার কার্যকরী সম্পাদক এন সি ভৌমিক বলেন, বিশ্বায়ন আজ সাংসৃকতিক ঐতিহ্যের উপর থাবা বসাচ্ছে৷ দুদিনব্যাপী এই অনুষ্ঠানে বিশিষ্ট বেহালা শিল্পী ত্রিপুরেন্দ্র ভৌমিক এবং রেডক্রস সোসাইটির কার্যকরী সম্পাদক এন সি ভৌমিককে সঙ্গীত এবং সমাজসেবার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্বর্ধনা দেয়া হয় অনুষ্টানে উদ্যোক্তা ক্লাসিকের পক্ষে বক্তব্য রাখেন বিশ্বজিৎ দেব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *