BRAKING NEWS

ইয়াকুবের সমর্থনে অনুষ্ঠান করেছিলেন রোহিত, নিন্দায় ভি কে সিং

বৃন্দাবন, ৬ মার্চ (হি.স.): কানহাইয়া কুমারকে নিয়ে বিতর্ক অবহ্যাত| এহেন পরিস্থিতিতে রোহিত ভেমুলার নিন্দা করলেন বিদেশ দফতরের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং| জানালেন, ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে ফাঁসি হওয়া ইয়াকুব মেমনের সমর্থনে অনুষ্ঠান করেছিলেন রোহিত| বৃহস্পতিবার দেশদ্রোহিতার মামলায় জামিন পাওয়ার পরেই জেএনইউ-র ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমার জানিয়েছিলেন, তাঁর প্রেরণা সংসদ হামলায় ফাঁসি হওয়া আফজল গুরু নয়, হায়দরাবাদের আত্মঘাতী গবেষক ছাত্র রোহিত ভেমুলা| ভেমুলার অসম্পূর্ণ লড়াইকে তিনি সম্পূর্ণ করতে চান| এই নিয়ে ভি কে সিং বলেছেন, কানহাইয়ার আদর্শ রোহিতও দেশদ্রোহীদের সমর্থন করতেন|
এদিকে, কানহাইয়া কুমারের বক্তব্যে আরও একবার সমর্থন জানালেন বিজেপি-র বিদ্রোহী সাংসদ শত্রুঘ্ন সিনহা| জানালেন, বিহারের ভূমিপুত্র কানহাইয়া দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন| এরপরেও নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন| দারিদ্র, জাতিভেদপ্রথা, ক্ষুধা থেকে মুক্তির যে কথা কানহাইয়া বলেছেন তার সঙ্গে তিনি সহমত পোষণ করেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *