ত্রিপুরা বার এসোসিয়েশন বামেদের দখলেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা বার এসোসিয়েশন বামেদের দখলেই৷ রবিবার এসোসিয়েশনের নির্বাচনে বাম প্যানেলের তথা এআইএলইউ এর প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন৷  এদিন সকাল নয়টা থেকে শুরু হয় ভোটা গ্রহণ৷ বেলা দেড়টা নাগাদ ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ তারপর শুরু হয় ভোট গণনা৷ ফলাফলে দেখা DSC_0044গিয়েছে, এ আই এল ইউ এর ১৫জন প্রার্থীই বিপুল ভোটে জয়ী হয়েছেন৷ এবারের নির্বাচনে মোট ভোটার তথা সদস্য ছিলেন ৮২১ জন৷ তার মধ্যে এদিন ভোট দিয়েছে ৬১২জন৷ এবারের নির্বাচনে এআইএলইউ এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন এটিএলএ৷ ফলাফলে দেখা গিয়েছে, এআইএলইউ তথা বাম প্যানেলের সভাপতি পদে প্রার্থী হরিবল দেবনাথ পেয়েছেন ৪২৬টি ভোট৷ অন্যদিকে অবাম প্যানেল তথা এটিএলএ’র সভাপতি পদের প্রার্থী দীপক কুমার বিশ্বাস পেয়েছেন ১৬৯ টি ভোট৷ সহ সভাপতি পদে বাম প্যানেলের সুব্রত রায় পেয়েছেন ৪০৮টি ভোট, অন্যদিকে অবাম প্যানেলের বিশ্বজিৎ দেব পেয়েছেন ১৫০টি ভোট৷ বাম প্যানেলের সম্পাদক পদে ভাস্কর দেববর্মা পেয়েছেন ৪৪৯টি ভোট এবং অবাম প্যানেলের আশুতোষ দে পেয়েছে ১৩৯টি ভোট৷ অবাম প্যানেলের সহকারী সম্পাদক পদে বিদ্যুৎ ঘোষ পেয়েছেন  ১৩৪টি ভোট অন্যদিকে বাম প্যানেলের জয়িতা দেবনাথ পেয়েছেন ৪২২টি ভোট৷ সহকারী সম্পাদক পদে বাম প্যানেলের সুদীপ সুত্রধর পেয়েছেন ৪১৬টি ভোট এবং অবাম প্যানেলের জ্যোতি প্রকাশ সাহা পেয়েছেন ১২৯টি ভোট৷
এদিকে, ত্রিপুরা বার এসোসিয়েশনে ১৫ জনের কমিটির সভাপতি, সহ সভাপতি, সম্পাদক, দুইজন সহকারী সম্পাদক ছাড়া রয়েছেন দশ জন সদস্যও৷ বাম প্যানেলের প্রত্যেক প্রার্থীই বিপুল ভোটে জয়ী হয়েছেন৷ ত্রিপুরা বার এসোসিয়শনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন রিটার্নিং অফিসার বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *