নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ প্রতাপগড় স্টিল ব্রিজের কাছে তিন বখাটে যুবক মারধর করল অটো চালক ও এক মহিলা যাত্রীকে৷ এলাকাবাসী এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ প্রতাপগড়ের এক অটো চালক বেলা তিনটা নাগাদ অটো নিয়ে আসছিল৷ প্রতাপগণ স্টিল ব্রিজের কাছে অটোটি একটি বাই সাইকেলকে ধাক্কা দেয়৷ তখনই কৃষ্ণ নট্ট লস্কর সহ তিন বখাটে যুবক কোন কিছু না বলেই অটো চালক মিন্টু মিয়াকে প্রচন্ড মারধর করে৷ শুধু তাই নয়, অটোর বৃদ্ধা যাত্রীকেও মারধর করে ওই তিন বখাটে যুবক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ ঘটনা সংগঠিত করে বখাটে যুবকরা পালিয়ে গিয়েছিল৷ কৃষ্ণ নট্ট লস্কর ঘটনাস্থলে তার একটি ফেন্সিডিলের বোতল ফেলে গিয়েছিল৷ সে ফেন্সিডিলের বোতলটি সেখান থেকে নিতে আসলে উত্তেজিত জনতা তাকে আটক করে কিছু উত্তমমধ্যম দিয়ে এডি নগর পুলিশের হাতে তুলে দেন৷ ঘটনাকে কেন্দ্র করে প্রতাপগড় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷
2016-02-29