BRAKING NEWS

গণধর্ষণের অভিযোগে ধৃত চার নাবালক, পলাতক ১

rape cartonনাগপুর, ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : নাগপুরের ওয়াথড়া এলাকায় এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে ১৯ বছরের এক তরুণসহ চার নাবালকের বিরুদ্ধে| গণধর্ষণের পর মেয়েটিকে ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ|
ঘটনায় জানা গিয়েছে, রবিবার মেয়েটি যখন পড়ে ফিরছিল, সেই সময় তাকে এক নির্জন জায়গায় তুলে নিয়ে যায় ওই পাঁচজন| মেয়েটি কোনওরকমে বাড়ি পৌঁছে বাবা-মাকে সমস্ত কথা জানিয়ে দেয়| তারপরই নন্দনভন থানায় অভিযোগ জানায় আক্রান্তের পরিবার| থানায় ১৯ বছরের রাহুল নামদেওসহ চার নাবালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে|
পুলিশের তত্পরতায় চার নাবালক অভিযুক্তকে গ্রেফতার করে সংশোধনাগারে পাঠানো হয়েছে| এই ঘটনায় পঞ্চম অভিযুক্ত রাহুল পলাতক| তবে পুলিশ তাকে গ্রেফতারের জন্যে অভিযান চালাচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *