করাচি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবের পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় জড়িত সন্দেহে পাকিস্তানে গ্রেফতার করা হল ৩ জনকে| ধৃতরা হল, খালিদ মাহমুদ, ইরশাদুল হক ও মহম্মদ শোয়েব| পাকিস্তানের পঞ্জাব প্রদেশে একটি বাড়ি থেকে ৩ সন্দেহভাজনকে গ্রেফতার করেন সন্ত্রাসদমন শাখার আধিকারিকরা| ধৃতদের আদালতে তোলা হলে ৬ দিনের হেফাজতের নির্দেশ দেন বিচারক|
ধৃতরা পাঠানকোট হামলায় অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম পৌঁছতে সাহায্য করেছিল বলে সন্দেহ গোয়েন্দাদের| নিশ্চিত হতে ধৃতদের জেরা করা হচ্ছে|