কত্তায়াম (কেরালা), ২৮ ফেব্রুয়ারি (হি.স.): অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন কেরলের মুখ্যমন্ত্রী ওমেন চাণ্ডী| রবিবার ভোর পৌনে তিনটে নাগাদ কত্তায়াম জেলার কানাকারিতে ভাইকোম-এত্তুমানুর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নর্দমায় পড়ে যায় মুখ্যমন্ত্রীর গাড়ি| তবে তিনি সুস্থই রয়েছেন|
শনিবার কোঝিকোড়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে শহরে ফিরছিলেন মুখ্যমন্ত্রী ওমেন চাণ্ডী| ভোর পৌনে তিনটে নাগাদ কানাকারিতে ভাইকোম-এত্তুমানুর রোডে দুর্ঘটনাটি ঘটে| তবে অল্পবিস্তর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রীর দেহরক্ষী| যদিও দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে