BRAKING NEWS

দপ্তরের নির্দেশ অমান্য করে দেদার বিক্রি ব্যাটারী রিক্সা

BatteryRickshawনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ কিছু অসাধু ব্যবসায়ী পরিবহন দপ্তরের নির্দেশ অমান্য করে ব্যাটারি চালিত টমটম নামধারী যান বিক্রি করে চলেছে৷ পরিবহন দপ্তর তাদেরকে সতর্ক করা সত্ত্বেও তা অমান্য করে ব্যবসা চালিয়ে যাচ্ছে৷ পরিবহন দপ্তর এসব বেআইনী ব্যবসার বিরুদ্ধে অভিযানে নেমেছে৷ শুক্রবার রাজধানী আগরতলা শহর সংলগ্ণ প্রতাপগড় বাজারে পরিবহন দপ্তরের কর্মকর্তারা হানা দিয়ে ব্যাটারি চালিত যান বিক্রয়ের একটি দোকান বন্ধ করে দিয়েছেন৷ এর আগে ৭৯টিলা, এয়ারপোর্ট নতুন নগরে, কৈলাসহর এবং ধর্মনগরে এধরনের অভিযান চালানো হয় এবং দোকান বন্ধ  করে দেওয়া হয়েছে৷ জয়েন্ট ট্রান্সপোর্ট  কমিশনার অসীম সাহা জানান, সঠিকভাবে আইন মেনে ব্যবসা করতে হবে৷ ডিলারশিপের জন্য  অনেকেই আবেদন করেছেন৷ পরিবহন দপ্তর রুলসের কিছু সংশোধন করেছে৷ আরো কিছু সংশোধনী বাকি  আছে৷ পরবর্তী সময়ে আবেদনকারীদের ডিলারশিপ দেওয়া হবে৷ ডিলারশিপ পাবার পর তারা এসব যান বাজারজাত করতে পারবেন৷ সেন্ট্রাল মোটর ভেহিক্যাল রুলস ১৬ সংশোধন হয়েছে৷ সংশোধনী অনুযায়ী ম্যানুফ্যাক্সাররা যারা তাদের টেস্টিং এজেন্সি থেকে অনুমোদন নিতে হবে৷ যারা অনুমোদন পেয়েছেন তারা পরিবহন দপ্তরে আবেদন করেছে৷ সেগুলো পরিবহন দপ্তর পরীক্ষা করে দেখছে৷ তাদেরকে অনুমতি দেওয়া হলে তারা ডিলার নিযুক্ত করবে৷ এরপরই ব্যাটারীচালিত যান বিক্রি করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *