BRAKING NEWS

জৌলুসহীন রেল বাজেট

RAIL PRABHUনয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি৷৷ বিশেষ কোন চমক দিতে পারলেন না রেল মন্ত্রী সুরেশ প্রভু৷ যাত্রী পরিষেবায় স্বাচ্ছন্দ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে ঠিকই৷ কিন্তু আয় বৃদ্ধির সুস্পষ্ট দিশা নেই এই বাজেটে৷ ফলে ২০১৬-১৭ আর্থিক বছরের রেল বাজেট সাদা-মাঠা হয়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের৷
বেশ কয়েক দিন ধরে দেশ জুড়ে কৌতুহলের অবসান হল বৃহস্পতিবার৷ সুরেশ প্রভুর দ্বিতীয় রেল বাজেটে বাড়ছে না যাত্রী ভাড়া৷ জোর দেওয়া হয়েছে মহিলা যাত্রীদের সুরক্ষায়৷ মহিলাদের জন্য ১৮২ নম্বরে বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে৷ পাশাপাশি ঘোষণা করা হয়েছে ৪টি নতুন ট্রেনের৷ বৃহস্পতিবার দ্বিতীয় বারের জন্য লোকসভায় রেল বাজেট পেশ করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ এদিন বাজেট পেশ করার আগে রেলমন্ত্রী বলেছিলেন, সকলের কথা ভেবে বাজেট তৈরি হয়েছে৷ সাধারণ মানুষের প্রয়োজনকেই গুরুত্ব দেওয়া হয়েছে রেল বাজেটে৷ যাত্রী সুরক্ষায় জোর দেওয়া হচ্ছে এবারের বাজেটে৷ সে মতো জনমোহিনী পথেই হাঁটলেন রেলমন্ত্রী৷ এদিন বেলা ১১টা ৪৬ মিনিট নাগাদ রেল ভবনে কাজ শেষ করে সংসদের উদ্দেশ্যে র ওনা দেন রেলমন্ত্রী৷ বাজেট ভাষণ শুরু করেন ১২ টা থেকে৷ শুরুতেই রেলমন্ত্রী বলেন, রেলের আর্থিক উন্নয়ন এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ৷ রেলের আয় বাড়াতে চাই৷ সাধারণ মানুষের চাহিদা মাথায় রেখেই এই বাজেট তৈরি হয়েছে৷ গোটা দেশের দাবিকে গুরুত্ব দেওয়া হয়েছে৷ সময়ে ট্রেন চালানোই প্রধান লক্ষ্য৷ দেশের গতির জন্য রেলের গতি প্রয়োজন৷ এরপর এক এক করে বাজেট বত্তৃণতায় রেলমন্ত্রী বলেন, রেলের আর্থিক উন্নয়ন ই মূল লক্ষ্য৷ শুধু যাত্রী ভাড়া বাড়িয়ে আয় বৃদ্ধি নয়৷ উৎপাদন ক্ষমতা বাড়ানোর দিকেও নজর দেবে তার বাজেট৷ রেলের বকেয়া কাজ সম্পূর্ণ করাই প্রথম লক্ষ্য৷ বিশেষ নজর দেওয়া হচ্ছে রেলেরমহিলা যাত্রীদের সুরক্ষায়৷ দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ বাজেট বত্তৃণতায় রেলমন্ত্রী বলেন, ১০০ টাকা আয় করতে এতদিন ৯৯ টাকা খরচ হত ভারতীয় রেলের৷ এই অপারেটিং রেশিও ৯২ টাকায় নামিয়ে আনা হবে৷ প্রভু আরো বলেন, আগামী চার বছরে রেলের সব বকেয়া কাজ শেষ করা হবে৷ আগামী আর্থিক বছরে ২,৮০০ কিমি নতুন রেল লাইন বসানো হচ্ছে৷ প্রতিদিন গড়ে ১২ কিমি নতুন লাইন বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ ডেবিকেটেড ফ্রেইট করিডরে বিশেষ নজর দেওয়া হবে৷ ১৬০০ কিলোমিটার বৈদ্যুতিকীকরণের লক্ষ্যমাত্রা৷ খড়গপুর মুম্বাই ডাইরেক্ট ফ্রেইট করিডর ও খড়গপুর বিজয়ওয়াড়া ফ্রেইট করিডোর তৈরি হবে৷ মেক ইন ইন্ডিয়া কর্মসূচীকে সমৃদ্ধ করতে জাতীয় স্তরের দুটি নতুন ইঞ্জিন কারখানা তৈরি করবে রেল মন্ত্রক৷
দুপুর ১২টা ৩১ মিনিট নাগাদ বাজেট বত্তৃণতায় রেলমন্ত্রী বলেন, মেল ও এক্সপ্রেস ট্রেনের নূ্যনতম গতি বাড়িয়ে ৮০ কিমি ঘন্টা করা হবে৷ ২০২০-র মধ্যে এমন ব্যবস্থা প্রণয়ন করছে রেল, যাতে যাত্রীরা যখনই চাইবেন, তখনই টিকিট পাবেন৷ সময়ে ট্রেন চলাচলে বিশেষ নজর দেওয়া হচ্ছে৷ মোবাইল ফোন থেকেই কাটা যাবে প্ল্যাটফর্ম টিকিট৷ রেলের কামরায় যাত্রী স্বাচ্ছন্দ্যে বাড়তি নজর দেওয়া হবে৷ জেনারেল কামরাতেও মোবাইল চার্জ দেওয়ার সুবিধা৷ ৪০০ স্টেশনকে পিপিপি মডেলে সুসজ্জিত করা হবে৷ দুর্ঘটনা মুক্ত রেলের লক্ষ্যে বিদেশি প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে৷ এবছরই ১০০টি স্টেশনে ওয়াইফাই চালু হয়ে যাচ্ছে৷ গুগুল -এর সহযোগিতায় সামনের বছর ৪০০টি স্টেশনে ওয়াইফাই থাকবে৷ সব লেভেল ক্রসিং স্বয়ংক্রিয় করা হবে৷ প্রবীণ নাগরিকদের জন্য ৩৩ শতাংশ বার্থ সংরক্ষণের ব্যবস্থা হবে৷ লোয়ার বার্থের ৫০ শতাংশ সংরক্ষিত থাকবে প্রবীণদের জন্য৷ মেল ও এক্সপ্রেস ট্রেনে অসংরক্ষিত কামরা বাড়ানো হবে৷
রেল বাজেটে নতুন ৪টি ট্রেনের ঘোষণা করেছেন প্রভু৷ রেলমন্ত্রী বলেছেন, হামসফর নামে নতুন ট্রেন চালু হচ্ছে৷ এই ট্রেনের সব কামরাই হবে এসি থ্রি টিয়ার৷ ডাবল ডেকার এসি উদয় এক্সপ্রেস চালু হবে৷ যাত্রীচাপ কমাতে কিছু রুটে চালু করা হবে অন্ত্যোদয় এক্সপ্রেস৷ এই ট্রেনের সব কামরাই অসংরক্ষিত থাকবে৷ নতুন দ্রুতগামী ট্রেন তেজস চালু করতে চলেছে ভারতীয় রেল৷ গতিবেগ ঘন্টায় ১৩০ কিলোমিটার৷ ফোনে ১৩৯ নম্বরে এ বার টিকিট বাতিল করা যাবে৷ ট্রেন পছন্দ সই বার্থ বুকিং করা যাবে৷ ট্রেনের পাশাপাশি স্টেশনেও বায়ো টয়লেট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে৷ ১৭ হাজার বায়ো টয়লেট তৈরি করা হবে ট্রেনে৷ একটি এসএমএস করেই ক ামরা ও টয়লেট পরিষ্কার করার অনুরোধ করতে পারবেন যাত্রীরা৷ দুরন্ত এক্সপ্রেস এবং রাজধানী এক্সপ্রেসে আঞ্চলিক ভাষায় ঘোষণায় ব্যবস্থা হচ্ছে৷ ইস্ট ওয়েস্ট সহ কলকাতা মেট্রোকে আরো ১০০ কিলোমিটার সম্প্রসারিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ ২০২০ সালের মধ্যে মালগাড়ি চলাচলের জন্য বিশেষ টাইম টেবিল তৈরি করবে রেল৷ রেলের বিভিন্ন প্রকল্পে ১৫ লক্ষ কোটি টাকা লগ্ণি করবে এলআইসি৷ বিনোদনের জন্য ট্রেনে চালু হবে এফএম রেডিও সম্প্রচার৷ তৎকাল টিকিটে কারচুপি রুখতে সিসিটিভি ক্যামেরা বসবে৷ মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন দ্রুত চালু করার প্রস্তাব প্রভুর বাজেটে৷ ধর্মস্থানগুলিকে জুড়তে চালু হবে সার্কিট ট্রেন৷ শিশুদের জন্য বেবি ফুড ও গরম জলের ব্যবস্থা চালু হচ্ছে রেলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *