নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি৷৷ আমাদের দেশপ্রেম শেখাবেন না৷ দেশপ্রেম বলতে ঠিক কি বুঝায়, তা আমরা জানি৷ বৃহস্পতিবার রাজ্যসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিজেপি সরকারকে বিঁধে এমনই মন্তব্য করেছেন রাজ্যসভা সদস্য সীতারাম ইয়েচুরি৷
এদিন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, আমাদের দেশপ্রেম শেখাবেন না৷ দেশ প্রেম বলতে ঠিক কি বুঝায়, তা আমরা জানি৷ আমরা মেকি দেশপ্রেমিক নই৷ দেশপ্রেম কখনোই আমাদের অসহিষ্ণু হয়ে উঠতে দেয়নি৷ জাতীয়তাবাদ আর দেশপ্রেমের নামে গোটা একটা বিশ্ববিদ্যালয়কে (জেএনইউ) কাঠগড়ায় দাঁড় করাবেন না৷ বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে জোর বিতর্কে জড়িয়ে পড়েন ইয়েচুরি৷ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ঘটনা ও হায়দ্রাবাদের গবেষক রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনা নিয়ে ইয়েচুরি কড়া সমালোচনা করেন সরকারের৷ ইয়েচুরি বলেন, জেএনইউয়ে সরকার ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজনের সৃষ্টি করছে৷ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রকাশ্যে মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত৷ ইয়েচুরির ওই মন্তব্যের প্রেক্ষিতে পরে তার ভাষণে জেটলি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাধীন মত প্রকাশের অধিকার অবশ্যই থাকা উচিত৷ কিন্তু এটাও দেখতে হবে, তা যেন অসহিষ্ণু হয়ে না ওঠে৷
2016-02-26