নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ জিরানিয়ার মোহনচন্দ্র পাড়ায় শিশু কন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ফাস্ট ট্রেড আদালত বৃহস্পতিবার অভিযুক্ত দিলীপ দেববর্মাকে দোষী সাব্যস্ত করেছে৷ জিরানিয়ার মোহনচন্দ্র পাড়ায় ২০০৮ সালের ১৫ জানুয়ারি সন্ধ্যা রাতে রবীন্দ্র দেববর্মার বাড়িতে হানা দিয়ে স্বামী স্ত্রীকে মারধর করে সাত বছরের শিশু কন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী দিলীপ দেববর্মা৷ ঘন্টা খানেক পর রক্তাক্ত অবস্থায় শিশু কন্যাটিকে বাড়ির পাশে এনে ফেলে দিয়ে যায় দিলীপ দেববর্মা৷ এব্যাপারে জিরানিয়া থানায় মামলায় দায়ের করা হয়েছিল৷ অভিযুক্ত দিলীপ দেববর্মা কয়েক বছর পলাতক ছিল৷ কিছুদিন আগে পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ আজ মামলাটি পুনরায় আদালতে উঠে৷ বিচারক এস কে মজুমদার অভিযুক্ত দিলীপ দেববর্মাকে দোষী সাব্যস্ত করেছেন৷ আগামী ২৭ ফেব্রুয়ারি শান্তি ঘোষণা করবেন বিচারক৷
অভিযুক্ত দিলীপ দেববর্মাকে শান্তি সম্পর্কে তার মতামত আদালতে জানানোর জন্যই দুদিন সময় দেওয়া হয়েছে৷ তার ১০ বছরের কারাদন্ড হবার সম্ভাবনা রয়েছে৷