নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ স্ত্রীর আবদার অনুযায়ী পান এনে না দেওয়ায় করবি ফুলের গোটা খেয়ে আত্মহত্যা করল স্ত্রী৷ ঘটনা গোমতী জেলার উদয়পুরের গর্জনমুড়া এলাকায়৷ মৃত মহিলার নাম আমিনা বিবি৷ স্বামীর নাম জলিল মিয়া৷ তিন সন্তানের জননী আমিনা বিবি স্বামীকে বাজার থেকে পান এনে দিতে বলেছিল৷ কিন্তু স্বামী পান এনে দেননি৷ এনিয়ে রাতে বাকবিতন্ডা হয়৷ ভোররাতে করবি ফুলের গোটা খেয়ে আত্মহত্যার চেষ্টা করে আমিনা বিবি৷ তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ জেহাদের বসে করবি ফুলের গোটা খেয়ে মহিলার আত্মহত্যার ঘটনায় গর্জনমুড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ মৃতার স্বামী জলিল মিয়া জানান, তাদের মধ্যে তেমন কোন ঝগড়াঝাটি হয়নি৷ সাধারণ পান এনে দেওয়াকে কেন্দ্র করেই বাক বিতন্ডা হয়েছিল৷ বাজার থেকে আসার সময় ভুলে যাওয়ার কারণেই তিনি পান আনতে পারেননি৷ আর এরই জেরে অভিমানে আত্মহত্যা করেছে আমিনা৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷