নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): সংসদের বাজেট অধিবেশন সচল রাখার আহ্বান জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| মঙ্গলবার বাজেট অধিবেশনের প্রথম দিনে যৌথ অধিবেশনের অভিভাষণে রাষ্ট্রপতি তুলে ধরলেন সরকারি প্রকল্পের সাফল্যের দিকগুলিও| একই সঙ্গে পাঠানকোট হামলা প্রসঙ্গে পাকিস্তানকে কড়া বার্তাও দিলেন রাষ্ট্রপতি| বললেন, সীমান্ত পারের সন্ত্রাস কোনওভাবেই বরদাস্ত নয়| শক্ত হাতে জঙ্গি মোকাবিলা করবে ভারত| বাজেট অধিবেশন গঠনমূলক হবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও|
এবারের অধিবেশনে জেএনইউ, জাঠ আন্দোলন, রোহিত ভেমুলার আত্মহত্যার মতো ঘটনাগুলিকে হাতিয়ার করে সরকারপক্ষকে বিপাকে ফেলার চেষ্টা কররে বিরোধীরা| ফলে বাদল ও শীতকালীন অধিবেশনের মতো বাজেট অধিবেশনেও ব্যাপক হই হট্টগোলের সম্ভাবনা রয়েছে| তাই অধিবেশন শুরুর আগে বিরোধীদের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, `সংসদে কী হতে চলেছে, তা দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করে রয়েছে গোটা দেশ| ভারতীয় অর্থনীতির দিকে তাকিয়ে রয়েছে বিশ্বও| আমি আশা করি সংসদের সময়ের যথোচিত ব্যবহার হবে এবং সংগঠিত আলাপ-আলোচনা হবে|’ এদিন বাজেট অধিবেশন শুরু করে যৌথ অধিবেশনে একই বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও| রাষ্ট্রপতি বলেছেন, `মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশ হয় আমাদের সংসদে| গণতান্ত্রিক রোষ অচলাবস্থা বা বাধাপ্রদান নয়, বিতর্ক ও আলোচনার জন্ম দেয়|’
এদিন সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথাও নিজের অভিভাষণে তুলে ধরেন রাষ্ট্রপতি| বলেন, প্রধানমন্ত্রী জনধন যোজনা সফল হয়েছে| জীবনযাত্রার মান পাল্টে দিয়েছে স্বচ্ছ ভারত অভিযান| দেশের ৪ লক্ষ ১৭ হাজার প্রাথমিক স্কুলে শৌচালয় তৈর হয়েছে| অভূতপূর্ব উন্নতি হয়েছে ই-গভর্নেন্সে| লগ্নি বেড়েছে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে| ২০১৫ সালে সর্বোচ্চ সংখ্যক শিশুর টীকাকরণ হয়েছে| ১১৮ শহরে শুরু হয়েছে গঙ্গা সাফাই অভিযান| দেশের উন্নতির জন্য কৃষক উন্নয়ন জরুরি বলে মন্তব্য করে রাষ্ট্রপতি জানিয়েছেন, সরকার চায় খাদ্য সুরক্ষা ও সবার জন্য বাসস্থান| ২০১৮ সালের মধ্যে প্রত্যেক ঘরে বিদু্যত্ পেঁ ছে যাবে বলেও আশাপ্রকাশ করেন রাষ্ট্রপতি| সব শেষে রাষ্ট্রপতি বলেন, সংসদ হল গণতন্ত্রের মন্দির| এখানে বিতর্ক করুন, আলোচনা করুন, কিন্তু সংসদ অচল করবেন না|
উল্লেখ্য, আগামী ২৫ ফেব্রুয়ারি রেল বাজেট পেশ করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভু| ২৯ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করা হবে| বাজেট অধিবেশনের প্রথম ভাগ শেষ হবে ১৬ মার্চ| ২৫ এপ্রিল থেকে দ্বিতীয় ভাগ শুরু হয়ে চলবে ১৩ মে পর্যন্ত|