লখনউ, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : যাত্রীবোঝাই জিপের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন যাত্রীর মৃতু্য হয়েছে| মৃতদের মধ্যে ৫ জনই মহিলা| আহত হয়েছে ৮ জন| রবিবার গভীররাতে দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ঝাঁসিতে| পুলিশ সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত যাত্রী তুলেছিলেন জিপচালক| ট্রাফিক আইন না মেনে উল্টোদিক দিয়ে প্রচণ্ড গতিতে ছুটে আসছিল জিপটি| সেইসময় একটি ট্রাক চলে আসে মুখোমুখি ধাক্কা লাগে দুটি গাড়ির| সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সভারাজ বলেন, ঘটনাস্থলেই ৫ জনের মৃতু্য হয়| হাসপাতালে মারা যান আরও ৬ জন| বাকি আহতদের চিকিত্সার জন্য ভর্তি করা হয়েছে|
2016-02-22