BRAKING NEWS

লোধা কমিটির অধিকাংশ সুপারিশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

BCCIমুম্বই, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : বিচারপতি লোধা কমিটির অধিকাংশ সুপারিশই বাস্তবসম্মত নয় বলে এমনই অভিযোগ তুলে এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই| সম্প্রতি বিসিসিআইয়ের একটি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে| সচিব অনুরাগ ঠাকুরের প্রতিনিধিত্বে দেশের শীর্ষ আদালতে লোধা কমিটির সুপারিশের বিরুদ্ধে একটি হলফনামা পেশ করা হবে| সেখানে সাফ জানিয়ে দেওয়া হবে যে এই সুপারিশ কার্যকর করার ক্ষেত্রে প্রচুর অনিয়ম এবং প্রতিকূলতার সম্মুখীন হতে হবে|
প্রসঙ্গত, বিচারপতি লোধা কমিটি-র আমূল সংস্কারের উদ্দেশ্যে ২১টি সুপারিশ করেছিল| তারমধ্যে অন্যতম হল প্রতি রাজ্য থেকে একটি করে ভোটগ্রহণ করতে হবে, আধিকারিকদের নির্দিষ্ট বয়সসীমা ধার্য করতে হবে, একই ব্যক্তি রাজ্য এবং জাতীয় স্তরে সম পদাধিকারী হতে পারবে না| পাশাপাশি ম্যাচ চলাকালীন বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রেও বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *