BRAKING NEWS

ফের আরও একটা রাষ্ট্রদ্রোহীতার মামলা রুজু হল রাহুল গান্ধী বিরুদ্ধে

Rahul Gandhiজয়পুর, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : ২৪ ঘন্টার মধ্যে ফের আরও একটা রাষ্ট্রদ্রোহীতার মামলা রুজু হল রাহুল গান্ধী বিরুদ্ধে| বুধবার জেএনইউ-এর ছাত্রছাত্রীদের সমর্থন করার জন্য কংগ্রেস সহ সভাপতির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা হয়েছিল এলাহাবাদের সিজেএম আদালতে| এর ২৪ ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার ওই একই কারণে মামলা দায়ের হল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তনয়ের বিরুদ্ধে| তবে দ্বিতীয় মামলাটি হয়েছে রাজস্থানের একটি আদালতে| এই মামলায় রাহুলের সঙ্গে কংগ্রেস নেতা আনন্দ শর্মার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে| একইসঙ্গে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র নেতা কানাইয়া কুমারসহ অন্যান্য ছাত্রনেতাদের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহীতাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *