BRAKING NEWS

ঝাড়খণ্ডে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হত ৪ মাওবাদী, জখম ২ জওয়ান

Police encounterরঁাচি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): রঁাচির এনএইচ ৩৩-র ওপর তাইমারা ঘাটি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃতু্য হল ৪ মাওবাদীর| জখম হয়েছেন ২ জন সিআরপিএফ জওয়ান| তঁাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে|  বৃহস্পতিবার রাত ৯ থেকে শুরু হওয়া গুলির লড়াই শুক্রবার সকালে থামে| উল্লেখ্য, তাইমারা ঘঁাটি রঁাচি থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *