মুম্বই, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): দেশের সমস্ত চাষীরাই অনাহারের জন্য আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন এমনটা সত্যি নয়| এমনই দাবি করলেন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ গোপাল শেঠি| তঁার কথায়, `সমস্ত চাষীরাই অনাহার ও কাজ না থাকার জন্য আত্মহত্যা করছেন এমনটা সত্যি নয়| বরং দেশের বিভিন্ন রাজ্যের সরকার, চাষীদের সাহায্যে ৫ লক্ষ, ৭ লক্ষ বা ৮ লক্ষ টাকা করে দিচ্ছে| মূলত রাজ্য সরকারগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে কৃষকদের অর্থসাহায্য দেওয়া নিয়ে|’একই সঙ্গে কৃষকদের আত্মহত্যার ঘটনাকে উপহাস করে উত্তর মুম্বইয়ের এই সাংসদ বলেছেন, কৃষকদের আত্মহত্যা ফ্যাশন ট্রেন্ড-এ পরিণত হয়েছে| যদিও এই মন্তব্যের জেরে বিতর্কের সূত্রপাত হয়েছে|