নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরে যাত্রী সেজে দুই মহিলা গলা থেকে সোনার চেইন ছিনতাই করার চেষ্টা করে এক মহিলা ছিনতাইকারী৷ জানা যায়, পুরোনো মোটরস্ট্যান্ড থেকে নাগেরজলা যাওয়ার উদ্দেশ্যে দুই মহিলা অটোতে উঠেন৷ একই অটোতে অপর এক মহিলাও যাত্রী সেজে উঠেন৷ কামানচৌমুহনী এলাকায় পৌঁছতেই ঐ ছিনতাইকারী মহিলা অপর দুই মহিলার গায়ে জল ছিটিয়ে দেয়৷ এবং তাদের গলা থেকে সোনার চেইন ছিনতাই করে৷ চেঁচামেচি শুরু হলে অটোর চালক ব্রেক কষে অটো থামানোর চেষ্টা করেন৷ তখনই ঐ ছিনতাইকারী মহিলা অটো থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ অবশ্য তার পালিয়ে যাওয়ার চেষ্টা সফল হয়নি৷ অটো চালক ছিনতাইকারী মহিলাকে আটক করতে সক্ষম হয়৷ সঙ্গে সঙ্গে পূর্ব থানার পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে ছিনতাইকারী মহিলাকে থানায় নিয়ে যায়৷ রাজধানী আগরতলা শহরে যাত্রী সেজে ছিনতাইয়ের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ যাত্রীদের নিরাপত্তা নিয়েও সংশয় বাড়ছে৷ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷
2016-02-18