আঙ্কারা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): তুরস্কের রাজধানী আঙ্কারায় সংসদ ভবনের কাছে গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে ২৮জন| জখমের সংখ্যা ৬০-এর বেশি| বুধবার রাতে জোড়া বিস্ফোরণটি হয়| এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি| ঘটনার পিছনে আইসিস জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে|স্থানীয় প্রশাসন সূত্রের খবর, বুধবার রাতে সংসদ ভবন থেকে খানিক দূরে সেনা আবাসনে জোড়া বিস্ফোরণ হয়| গাড়িতে বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল| বিস্ফোরণে হতাহতদের বেশিরভাগই সেনা কর্মী বা তাঁদের পরিবারের সদস্য বলে জানা গিয়েছে|
2016-02-18