নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): জেএনইউ ইসু্যতে সরগরম জাতীয় রাজনীতি| এই আবহে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী| বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন রাহুল| তাঁর সঙ্গে ছিলেন রাজ্যসভা এবং লোকসভায় কংগ্রেসের একাধিক সাংসদ| পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, `ছাত্রছাত্রীদের অধিকার রক্ষায় কংগ্রেস প্রথম থেকেই সরব| দেশের অন্যতম সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতিবিদ্বেষী আখ্যা দেওয়ায় উচিত নয়|’
জেএনইউ বিতর্কে একেবারে প্রথম সারিতে থেকে নরেন্দ্র মোদী সরকারের বিরোধিতা করছেন রাহুল গান্ধী| এ দিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ফের এক বার জেএনইউয়ের পাশে থাকার বার্তা দিলেন কংগ্রেস সহ-সভাপতি|