নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): আফজল গুরুর সেলেই থাকছে দেশদ্রোহিতার অভিযোগে ধৃত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা কানহাইয়া কুমার| বুধবার রাতে তিহার জেলে পাঠানো হয় কানহাইয়াকে| তিহার জেলের তিন নম্বর সেলে, যেখানে একটা সময়ে রাখা হত আফজল গুরুকে সেখানেই রাখা হচ্ছে কানহাইয়াকে| আগামী ১৪ দিন এই নির্জন কক্ষেই রাখা হবে ধৃত ছাত্র নেতাকে| আত্মহত্যার মতো কোনও পদক্ষেপ যাতে না নিতে পারে, তাই রাখা হচ্ছে কড়া নজরদারি| ১২ জনের একটি দল কানহাইয়ার সেলের বাইরে পাহারায় থাকবে ২৪ ঘন্টা| বুধবার রাত ৮টা ১৫ মিনিট নাগাদ তাকে জেলে আনার পর করা হয় শারীরিক পরীক্ষা নিরীক্ষা|
কানহাইয়ার সঙ্গে দেখা করার ছাড়পত্র রয়েছে একমাত্র দিল্লির জেল আধিকারিক এবং কর্মীদের| তঁারা ছাড়া আর কেউ কানহাইয়ার সেলের আসপাশেও যেতে পারবেন না|