নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারের সমর্থণে মুখ খুললেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিংহ| টুইট করে বিহারিবাবু জানিয়েছেন, `কানহাইয়া কোনও দেশবিরোধী অথবা সংবিধানবিরোধী কথা বলেননি| জেএনইউ-তে সমস্যার কারণ আসলে কী, তা খুব ভালভাবেই জানেন রাজনৈতিক নেতারা|’ টুইটারে শত্রুঘ্ন আরও লিখেছেন, `এই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতি রয়েছে| কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আলটোপকা মন্তব্য করার আগে প্রত্যেকের সতর্ক হওয়া উচিত|’
উল্লেখ্য, দেশদ্রোহিতার অভিযোগে গত শুক্রবার জেএনইউ-এর ওই ছাত্রনেতাকে গ্রেফতার করে পুলিশ| সোমবারই ধৃত কানহাইয়া কুমারকে আরও দু’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট| টুইট করে শত্রুঘ্ন জানিয়েছেন, অবিলম্বে বিহারের বাসিন্দা কানহাইয়াকে মুক্তি দেওয়া হোক জেল থেকে|
মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিহারিবাবু আরও লিখেছেন, `কোনও প্রতিষ্ঠান, ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে কোনও অভিযোগ আনার আগে প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত কোনও মন্তব্য কারও মানহানির কারণ যেন না হয়| প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করা উচিত নয়| এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীরাই ভারত মাতার সন্তান, আমাদের সন্তানের মতো| তাঁদের আঘাত করার আগে, গ্রেফতার করার আগে ভাবা উচিত|’ অভিনেতা তথা রাজনীতিবিদ শত্রুঘ্ন-র আশা, শীঘ্রই জেল থেকে মুক্তি পাবে কানহাইয়া কুমার|
2016-02-17