দেশ বিরোধী স্লোগান, এবার গ্রেফতার দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ অধ্যাপক

SAR Gilaniনয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এবার গ্রেফতার করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ অধ্যাপক এসএআর গিলানিকে| মঙ্গলবার রাত ৩টে নাগাদ দিল্লির পার্লাম্নেট স্ট্রিট থানার পুলিশ গিলানিকে গ্রেফতার করে| দিল্লি পুলিশের ডিসিপি যতীন নরওয়াল জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ ধারায় রাষ্ট্রদ্রোহিতা, ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র ও ১৪৯ ধারায় বেআইনী সমাবেশের মামলা রুজু হয়েছে| সূত্রের খবর, বেশ কয়েকঘন্টা জিজ্ঞাসাবাদও করা হয়েছে গিলানিকে| এরপর শারীরিক পরীক্ষার জন্য তাঁকে আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়েছে|
গিলানি ছাড়াও অধ্যাপক বিজয় সিং-সহ আরও চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ| গিলানির বিরুদ্ধে অভিযোগ, গত ১০ ফেব্রুয়ারি দিল্লি প্রেসক্লাবে তাঁর সামনেই বিনা বাধায় দেশবিরোধী স্লোগান দেওয়া হয়| যদিও, দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন অধ্যাপক বিজয় সিং| উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন প্রেসিডেন্ট কানহাইয়া কুমারের সভায় ডায়াসে উপস্থিত ছিলেন গিলানি| ওই সভাতেই আফজল গুরুর প্রসঙ্গ তোলেন তারা| পুলিশের প্রাথমিক ধারণা ওই সভার মূল উদ্যোক্তা ছিলেন গিলানি|
চলতি মাসের ৯ তারিখ জেএনইউ বিশ্ববিদ্যালয়ে আফজল গুরুর সমর্থনে দেশবিরোধী স্লোগান দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয় ছাত্রনেতা কানহাইয়াকে| সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ১০ ফেব্রুয়ারি দিল্লি প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়| অভিযোগ, সেখানে গিলানির সামনে বিনা বাধায় ফের দেশবিরোধী স্লোগান দেওয়া হয়| এরপরই ওই বৈঠকের আয়োজক অধ্যাপক গিলানির বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করা হয়|