বক্সনগরে ভিলেজ ভোটের জোর প্রচার

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৪ ফেব্রুয়ারি৷৷ উন্নয়নের জোয়ার বিজয় নগর এডিসি ভিলেজে কমিটি নির্বাচনে বামফ্রন্টে ক্ষমতায় রেখেছে উপজাতি লোকের সাক্ষাতকার থেকে জানা যায়৷
election-websiteবক্সনগর আর ডি ব্লকের অন্তরগত তিনটি ভিলেজ কমিটির নির্বাচন অতিদৌড় গোয়ার তাদের মধ্যে অন্যতম হল বিজয় নগর ভিলেজ কমিটি৷ লোক সংখ্যা ১১৩৮ জন ভোটার ৫৬৭ জন গ্রামটিতে শিক্ষারহার খুবই কম নির্বাচনের ডাউন/কাউন্ট থেকে কয়েক জন উপজাতিলোক কে জিঞ্জাসা করে জানতে পারিয়ে বিজন নগরে কেন ভাল উন্নয়ন হয়েছে যেমন বাজার শেড, পানীয় জলের টাঙ্ক পরিশোধীয় আইরনমুক্ত শোধনগাড় বিজেপি এর ঘর টি আর পি সি অফিস রাস্তা ঘাট, বৃদুভাতা, রেগার কাজের মাধ্যমে পুকুর খনন, রাবার বাগান, কলা বাগান অঙ্গনওয়ারী সেন্টার, উপস্বাস্থ্য কেন্দ্র বর্তমানে রাজীব গান্ধী সেবাকেন্দ্র ভিলেজ অফিস ঘর নির্মাণ হতে যাচ্ছে, বেকারদের স্টল ঘর আরো অনেক কিছু এত উন্নতির পর কেন আমরা সরকারটাকে রাখব না এই কথা গুলি বলেছেন ১) বিনোদ দেববর্মা, ২) বিরেন্দ্র দেববর্মা, ৩) শচীন দেববর্মা৷